পারিবারিক বচসার জেরে হাওড়ার মধ্যবিত্ত পরিবার থেকে অচিরেই হারিয়ে গেল মা এবং ছেলের প্রাণ।
Howrah : মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বারবার এমন কথা আমরা সকল জায়গায় শুনতে পাই। মদ্যপান অতিরিক্ত করলে মানুষের মাথা ঠিক থাকেনা। তার ফলে মানুষ যে কোন ভুল কাজ সহজে করে ফেলতে পারে। এই কথাটা যে কতটা সত্যি, তা আবার প্রমাণ হয়ে গেল হাওড়ার বালি নিশ্চিন্দা থানা এলাকার শান্তিনগরে ঘটনা থেকে। পরিবার সূত্রে খবর পাওয়া গেছে, প্রতিদিনই মদ্যপান করে বাড়ী ফিরতেন অভিযুক্ত। তার মা ছিলেন একেবারেই পুরনো দিনের মানুষ। মায়ের বিভিন্ন কুসংস্কার নিয়ে আপত্তি ছিল ছেলের। তা নিয়ে মাঝে মাঝেই মা ছেলের মধ্যে বিবাদ লেগে যেত। (News from Shanti Nagar, Bally, Nischinda Thana, Howrah : Mom and son from a middle class family from Howrah lose their life due to family quarrel)
গতকাল রাতে এ রকমই কিছু একটা বচসা চলাকালীন হঠাৎ করে রাগের বশে মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছেলে তারক পাল। তারপর সেই ধারালো অস্ত্র দিয়ে মাকে কোপাতে শুরু করে দেয় তার ছেলে। রক্তাক্ত অবস্থায় সেই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে প্রতিবেশীর সঙ্গে সঙ্গে চলে যান হাসপাতালে। (Drunken son strikes his mother by a sharp weapon)
এরপরই স্তম্ভিত ফিরে পেলে অভিযুক্ত বুঝতে পারেন তিনি কত বড় ভুল করে ফেলেছেন। তাই অনুশোচনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। এমনই দাবি মৃতের পরিবারের। (In remorse, the son named Tarak Pal hangs himself)
তদন্ত করতে নেমে প্রাথমিকভাবে পুলিশের অনুমান করেন যে, পারিবারিক বিবাদের জেরে এমন একটি কাণ্ড ঘটিয়ে বসে অভিযুক্ত। কিন্তু তারপর নিজের ভুল বুঝতে পেরে আত্মঘাতী হন তিনি। যেহেতু এখানে অভিযুক্ত নিজেই আত্মঘাতী হয়েছেন, তাই এই নিয়ে তদন্ত করার আর কোনো জায়গা নেই। মৃতের পরিবারের হাতে মা এবং ছেলের দেহ তুলে দিয়েছে পুলিশ। (Rager boshe maa ke aghat kore attohotta korlen chele)
