বিনোদনভাইরালসর্বশেষ

পোস্টমর্টেমে উল্লেখ নেই মৃত্যুর সময়, এর আড়ালে লুকিয়ে কোন সত‍্য ?

সুশান্তের পরিবার পক্ষের আইনজীবী বিকাশ সিং (VIkas SIngh- Rajput’s Family Lawyer)-এর দাবি মুম্বাইয়ের কুপার হাসপাতালের ইস্যু করা সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ নেই সুশান্তের মৃত্যুর সময় (Postmortem Report Does Not Contain The Time Of Death Of Sushant Singh Rajput)। তিনি জানান সুশান্তের মৃত্যু তদন্ত‌কান্ডের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

সুশান্তের পরিবার পক্ষের আইনজীবী বিকাশ সিং আরো জানান, পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর সময় উল্লেখিত থাকা অত্যন্ত জরুরী। সুশান্তকে হত্যার করা হয়েছে নাকি এটি আত্মহত্যা- সেই তদন্তে মৃত্যুর সময় অন্তত গুরুত্বপূর্ণ। মুম্বাই পুলিশ(Mumbai Police In Sushant’s Case) এবং কুপার হাসপাতাল‌কে (Cooper Hospital) এ বিষয়ে জবাব‌দিহি করতে হবে। সিবিআই তদন্তের (CBI Investigation) ক্ষেত্রে মৃত্যুর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেজন্য এই সত্য জানা খুবই প্রয়োজন বলে জানান বিকাশ সিং।

মুম্বাই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিকাশ সিং। জানিয়েছেন মুম্বাই পুলিশকে একটি পেশাদারী শক্তি হিসেবে জানতেন। তবে তারা তাদের পেশাদারিত্ব দেখাতে পারেন শুধুমাত্র রাজনৈতিক নেতা-মন্ত্রী‌দের নির্দেশে। সুশান্ত মৃত্যু তদন্তের মতো হাইপ্রোফাইল মামলায় রাজনীতিবিদদের হস্তক্ষেপ পুলিশী দায়িত্বে পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

সুশান্ত মৃত্যু তদন্ত কান্ডে ২৮ জুলাই সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং নতুন করে সুশান্তের মৃত্যু‌র এফ‌আইআর করেন বিহার পুলিশের কাছে (Sushant’s Dad Files An FIR To Bihar Police)। এরপরই মুম্বাই পুলিশ ও বিহার পুলিশের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যে কারণে সিবিআই তদন্তের দাবি ওঠে।

সুশান্তের মৃত্যু তদন্ত যাতে বিহারে না হয়ে মুম্বাইতে হয় তার জন্য সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর তরফেও আদালতে আবেদন জানানো হয় (Sushant’s Girlfriend Rhea Chakraborty Wishes That The Investigation Should be done By Mumbai Police, Not Bihar Police)। সেই মামলার শুনানি এখনো বাকি। রিয়া চক্রবর্তী আরো জানান, সিবিআই তদন্তের তার কোনো অসুবিধা নেই। সুশান্ত তদন্ত কান্ডে রোজ‌ই নয়া তথ‍্য হাতে আসছে এবং ক্রমশ জটিলতার সৃষ্টি হচ্ছে। এরপর তদন্ত কোন দিকে মোড় নেয় সেই অপেক্ষায় সুশান্তের পরিবারের সদস্যরা এবং গোটা সিনেদুনিয়া।