বিনোদনভাইরালসর্বশেষ

বৌমা গর্ভ ধারণে অক্ষম, তাতে কি ? শ্বাশুড়ী হয়ে গেলেন গর্ভবতী

দিন দিন সমাজ যতই উন্নত হোক না কেন, এখনো সমাজে এমন কিছু নিচ মানসিকতা বা চিন্তাভাবনা আছে যাতে করে বলা যায় পৃথিবী বদলে গেলেও সেই চিন্তা ভাবনা গুলি কোন দিন বদলাবে বলে মনে হয় না। সমাজে কোন মেয়ে যদি বিয়ে হয়ে যাওয়ার পরেও কোনো কারণবশত মা হতে না পারে তাহলে সেই মেয়েকে কম হেনস্থার শিকার হতে হয় না। প্রতিনিয়ত তাকে শুনতে হয় সে নাকি অলক্ষী, সে সংসারের জন্য অপায়া তাই কোন সন্তান আসছে না সংসারে, এইরূপ মন্তব্য।

এখনকার সমাজে সকলেই শিক্ষিত। একটি নবদম্পতির যদি সন্তান না হয়ে থাকে তবে তার পিছনে যে সকল কারণ থাকতে পারে সেই সকল বিষয় অজানা নয় আজকের সমাজের। কিন্তু সব জেনেও যেন কিছু জানে না এইরকম মনোভাব নিয়ে কটুক্তি করতে ছাড়ে না। প্রতিনিয়ত সুযোগ খোঁজে সমাজ। কাউকে নিয়ে সমালোচনা বা কটুক্তি করার সামান্য সুযোগও ছাড়ে না। তাই বিয়ে হয়ে যাওয়ার দীর্ঘক্ষণ পরেও বংশে যদি সন্তান জন্ম দিতে না পারে তাহলে সেই মায়ের প্রতি চারিদিক থেকে আঙ্গুল উঠতে থাকে। শুধু সমাজই নয়, সংসারের ভিতরেও চলতে থাকে শাশুড়ি-বৌমার মধ্যে দৈনন্দিন মনোমালিন্য।

bouma with Sasuri in hamai wali good news serial
হামারি ওয়ালি গুড নিউজ সিরিয়ালে বৌমার সাথে শাশুড়ি

কিন্তু একবার ভেবে দেখুন তো বৌমার সন্তান হচ্ছেনা বলে শাশুড়ি যদি বংশের প্রদীপ জ্বালানোর দায়িত্ব নেয় তাহলে কেমন হবে ! হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এমনটি ঘটতে চলেছে (365 Reporter Bangla Bizarre News : Mother in law becomes pregnant as Daughter in law is unable to bear a child)।

সামনে আসতে চলেছে হিন্দি ধারাবাহিক “হামারি ওয়ালি গুড নিউজ” (Upcoming Hindi Serial- Hamari Wali Good News- Zee TV)। একদম অন্যরকম একটি গল্প নিয়ে শুরু হতে চলেছে এই ধারাবাহিক। ধারাবাহিকটিতে দেখানো হবে বাড়ির বউ বিয়ের দীর্ঘদিন পরেও কোনো সন্তানের জন্ম দিতে পারছে না।

তাই সমাজের কটুক্তি থেকে বাঁচতে শাশুড়ি মা দায়িত্ব নিল পুনরায় সন্তানের জন্ম দেওয়ার। সচরাচর আমরা দেখে থাকি ধারাবাহিকগুলিতে শাশুড়িমা -এর চরিত্রটি বৌমার সাথে খাপ খায় না। নানান কারণে দৈনন্দিন বিভিন্ন ধরনের অশান্তি লেগেই থাকে। কিন্তু এই ধারাবাহিকের দেখানো হবে সম্পূর্ণ অন্যরকম ঘটনা। শাশুড়ি ও বৌমার একে অপরের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা বিপুলভাবে দেখা যাবে এই ধারাবাহিকে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।