মৌ বৌদি মনামী ফ্যান দের সাথে শেয়ার করলেন ইনস্টাগ্রামের বিশেষ উপহার
বর্তমানে বিখ্যাত ডান্স রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন 2 এ জাজ হিসেবে রয়েছেন মনামী। তিনি ইনস্টাগ্রাম থেকে পাওয়া বিশেষ উপহার তার ভক্তদের সঙ্গে শেয়ার করলেন। তিনি ইন্সটাগ্রাম এর লোগো দেওয়া একটি শিল্ড এবং একটি কফির মগ হাতে তুলে ছবি শেয়ার করলেন তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। (Mouchak serial Mou Boudi Monami Ghosh shares the gift from instagram)
আর আপনারা অনেকেই জানেন ইনস্টা রিল ভিডিওর এই এক বছর পূরণ হল। আর সেই উপলক্ষে ইন্স্টার রিলে যাদের 1 মিলিয়ন এর উপরে ভিউজ হয়েছে তাদেরকে ইনস্টাগ্রামে তরফ থেকে এই উপহার দেওয়া হয়েছে।
