খবরবিনোদনরাজনীতিসর্বশেষ

কৃষি বিলের ওপর মন্তব্য করে সরাসরি মালব্যকে কটাক্ষ করলেন সাংসদ নুসরত

পুরনো একটি টুইট কে কেন্দ্র করে নুসরতের সঙ্গে অমিত মালব্যর বাঁধল আবার যুদ্ধ। নুসরত জাহান টুইট করে সরাসরি আক্রমণ করলেন অমিত মালব্যকে। তিনি টুইটে অমিত মালব্য কে যুক্ত করে ব্যঙ্গ করে লিখলেন” কাব আয়েগা আচ্ছে দিন”। (MP Nusrat Jahan slams Amit Malviya in context of Farm Bill 2020)

কংগ্রেসের আমলে যখন জিনিসপত্রের দাম বাড়ছে তখন অমিত মালব্য এই ধরণেরই একটি টুইট করেছিলেন। কংগ্রেসের আমলে জিনিসপত্র দাম বাড়ার জন্য যখন কৃষক আন্দোলন চলছিল সেই সময় অমিত মালব্য টুইটে লিখেছিলেন,” ৪ জন সদস্যের একটি পরিবারের এক সপ্তাহের জন্য সবজি কিনতে প্রায় ৮০০ টাকা লাগে। যে ধরনের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে যে দাম বাড়ছে,সেই জন্য যে বনধ ডাকা হয়েছে সেই বনধকে আমি সমর্থন করছি”।

১০ বছর আগের এই টুইটকে কেন্দ্র করে অমিত মালব্যকে আক্রমণ করলেন কড়া ভাষায় নুসরত জাহান।

১০ বছর আগে করা মালবের এই টুইটটি তিনি শেয়ার করলেন এবং উল্লেখ করলেন যে, ২০১০ সালে যখন কৃষক বিদ্রোহ ছিল তখন এই কথা কে বলেছিল? কবে আসবে ভালো দিন।

কেন্দ্রীয় সরকারের উপস্থাপন করা নয়াকৃষি আইনের জন্য বিদ্রোহ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে আছেন সে কথা তিনি বারবারই বলেছেন। এখন নুসরত জাহান টুইটারে এরকম মন্তব্য করে বুঝিয়ে দিলেন তিনিও কৃষকদের পাশে আছেন।

এর আগেও নয়াকৃষি আইনের বিভিন্ন নেতিবাচক দিক গুলি উল্লেখ করে অমিত মালব্য কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন নুসরত।

MP Nusrat Jahan slams Amit Malviya in context of Farm Bill 2020
কৃষি বিলের ওপর মন্তব্য করে সরাসরি মালব্যকে কটাক্ষ করলেন সাংসদ নুসরত (Instagram Photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।