দেশবিনোদনভাইরালসর্বশেষ

সিবিআইও বাধা পেল সুশান্ত এর মৃত্যু তদন্তের কাজে

অনেক টালমাটাল পরিস্থিতির পর সিবিআই (CBI) সুশান্ত (Sushant Singh Rajput) মৃত্যু তদন্তের কাজ পায়। কিন্তু এবারে আরেকটি সমস্যা সৃষ্টি হল। কেন্দ্রীয় তদন্তকারী অর্গানিজেশন সিবিআই বাধাপ্রাপ্ত হলো সুশান্তের মৃত্যু মামলা কেসে। তাছাড়া শুরুর দিক থেকেই মুম্বাই (Mumbai Police) ও বিহার পুলিশ (Bihar Police) এর মধ্যে এই ব্যাপারটা নিয়ে টালবাহানা চলছে।

শেষমেষ বিহার পুলিশ সিবিআইকে এই কেসে তদন্ত করতে আবেদন করে। আর তাদের আবেদনকে মঞ্জুর করা হয়। কিন্তু এবারে মুম্বাইয়ের মেয়র একটি নির্দেশ দিয়েছেন। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর (Kishori Pednekar) এর কথা অনুসারে, যে তদন্তকারী দলই আসুক না কেন, তাদের পারমিশন পেলেই তবে অন্য জায়গায় যেতে পারবে((Mumbai Mayor restricts CBI investigation in Sushant Singh Rajput Case))। না হলে তাদেরকে কোয়ারেন্টাইন করা হবে।

পূর্বেও এরকম ঘটনা একবার ঘটে গিয়েছিল। আর সেটা ঘটেছিল বিহার পুলিশ এর ক্ষেত্রে। কিছুদিন আগে বিহার পুলিশের তদন্তকারী দল মুম্বাইতে তদন্ত করার জন্য আসে। আর তখন এই দলের প্রধান বিনয় তিওয়ারি (Vinay Tiwari)-কে জোরপূর্বক কোয়ারেন্টাইন পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এই ব্যাপারটির ফলে বিহার পুলিশ এবং মুম্বাই পুলিশের মাঝখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আরো বড় বাধা অপেক্ষা করে আছে সেটাই মেয়র এর কথা অনুযায়ী বোঝা গেল। এই কথা স্পষ্ট হলে যে মুম্বাই প্রশাসন এই তদন্তে কোনোভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে না।

তবে এর মধ্যেই কয়েকটি ভাসাভাসা প্রমাণ জোগাড় হয়েছে রিয়ার বিরুদ্ধে। রিয়া (Rhea Chakraborty) মুম্বাই পুলিশের উচ্চপদস্থ লোকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এই কথাটি স্পষ্ট হয়ে গেছে। আরও জানা গেছে যে, মুম্বাই পুলিশ রিয়াকে সাপোর্ট করে যাচ্ছে। তবে সিবিআই এর পরবর্তী কার্যক্রম কি হবে সেটা দেখার জন্য উদগ্রীব গোটা ভারতবর্ষের মানুষ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।