দেশভাইরালসর্বশেষ

টিআরপি বৃদ্ধির জন্য টাকা ! অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ মুম্বাই পুলিশের

সুশান্ত সিং মৃত্যুর তদন্ত নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই হইচই পড়ে গেছে। এরপর তার মৃত্যুর তদন্ত করার দাবিতে প্রথমে উঠে এসেছে বিভিন্ন মিডিয়ার ভূমিকা । ঠিক এরকম অবস্থায় মুম্বাই এর কমিশনার পরম বীর সিং আনলেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক এর এডিটর-ইন-চিফ বিরুদ্ধে এক অভিযোগ। তিনি অর্ণব গোস্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বলেন টিআরপি রেটিং র‍্যাকেটে জড়িত হওয়ার কথা। তিনি বলেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করে যা সামনে এনেছে তা হল দুটি চ্যানেল টিআরপি রেটিং এর সাথে যুক্ত।

পুলিশ কমিশনারের এরকম অভিযোগের পরক্ষণেই চলে আসে অর্ণব গোস্বামীর তরফ থেকে উত্তর। তিনি বলেন, এই রকম অভিযোগ আনার জন্য তিনি মানহানির মামলা দায়ের করতে পারেন। এরকম অভিযোগ আনার জন্য উনার উচিত ক্ষমা চাওয়া (Mumbai police accuses Arnab Goswami for faking TRP. Arnab Goswami answers that Mumbai Police need to apologise to him as he may file for defamation suit)।

Republic TV journalist and owner arnab Goswami
রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী (ফটো ক্রেডিট : ট্যুইটার )

ব্রডকাস্ট অডিয়েন্সেস রিসার্চ কাউন্সিলের (Broadcast Audiences Research Council) অভিযোগ জমা পড়েছে এবং তারপরেই তদন্তে নামা হয়েছে বলে মুম্বাই পুলিশ জানায়।

স্থানীয় নিউজ চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই যে পরিবার গুলোতে এই ধরনের ইংরেজি নিউজ চলছে সেই পরিবারগুলির বেশিরভাগই প্রায় অশিক্ষিত এবং তাদেরকে প্রত্যেক মাসে এর জন্য ৪০০ থেকে ৫০০ টাকা দেওয়া হয়।

মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয় আরো দুটো স্থানীয় চ্যানেল রয়েছে যেগুলোর ওপর নজরদারি চলছে। খুব তাড়াতাড়ি চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত সকলকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হবে।

প্রত্যেক চ্যানেলেরই বিজ্ঞাপন থেকে বেশিরভাগ আয় হয়ে থাকে এবং আয় এর জন্য টিআরপি ব্যাপারটাও বিশেষভাবে যুক্ত। তবে এই চ্যানেলগুলো কতটা টিআরপি সঙ্গে যুক্ত সে ব্যাপারে অবশ্যই তদন্ত করা হবে।

তবে মুম্বাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে যেহেতু মহারাষ্ট্র সরকারকে বেশিরভাগই আক্রমণ করা হচ্ছে সুশান্ত সিং রায়ের মৃত্যুর তদন্ত নিয়ে (Sushant Singh Rajput Death investigation)। সেই জন্যই পুলিশ এরকম অভিযোগ আনছে বিভিন্ন চ্যানেলের বিরুদ্ধে।

তবে এই অভিযোগ সংক্রান্ত বিষয়ে পুলিশ ফার্মের দুজনকে প্রশ্ন করলে সেখান থেকে নতুন তথ্য উঠে আসে। তারা বলে, কিছু চ্যানেল এর পক্ষ থেকে তাদের টাকা দেওয়া হয়েছিল কিছু বাড়িতে ব্যারোমিটার লাগানোর জন্য।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।