বিনোদনভাইরালসর্বশেষ

মাদক যোগসূত্র নিয়ে তদন্ত শুরু হচ্ছে কঙ্গনার বিরুদ্ধে, নির্দেশ মহারাষ্ট্র সরকারের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে সুর চড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Queen Kangana Ranaut )। বলিউডের একাংশকে ফিল্ম মাফিয়া বলেও আক্রমণ করেছেন তিনি। এর পাশাপাশি রনবীর কাপুর, রণবীর সিং, ভিকি কৌশলের মাদকাসক্তি নিয়ে দাবি তোলেন কঙ্গনা।

কঙ্গনা আরও জানিয়েছেন, দেশের যুবসমাজ রনবীর সিং, রনবীর কাপুরদের আইকন হিসেবে মানেন। তাই নিজেদের মাদকাসক্তি‌র কথা ভুল প্রমাণ করতেই তাদের ড্রাগ পরীক্ষা করানো উচিত বলে অভিনেত্রী মনে করেন। কঙ্গনার এই মন্তব্যের পর‌ই বি-টাউনে শোরগোল পরে গিয়েছে। এই ঘটনার পরই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের প্রাক্তন বন্ধু অধ্যয়ন সুমনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়।

সেই ভিডিওতে অধ‍্যয়ন দাবী করেছেন, অভিনেত্রী কঙ্গনা রানাউত একসময়ে মাদক সেবন করতেন। তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে নিজের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। সেই রাতে কঙ্গনা মাদক সেবনের কথা জানান অধ্যায়নকে। যা শুনে অধ্যায়ন তৎক্ষণাৎ অস্বীকার করেছিলেন বলে জানিয়েছেন ভিডিওতে। যদিও পরবর্তী সময়ে মাদক সেবন কঙ্গনার অভ্যেসে পরিণত হয়েছিল কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না। ২০১৬ সালের ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন অধ্যায়ন সুমন।

সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্ত কান্ডে রিয়া চক্রবর্তীর মাদক যোগ ধরা পড়ার পরে এই সাক্ষাৎকার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই অভিনেত্রী কখনো মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছিলেন কিনা এবং তার কোন মাদক যোগ ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে মহারাষ্ট্র সরকার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশকে (Mumbai Police will investigate if Kangana Ranaut take drugs or not?)।

ফলত কঙ্গনার সত্যিই কোনো মাদক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কঙ্গনার বিরুদ্ধে খুব শীঘ্রই তদন্ত শুরু হবে এবং অধ্যায়নকে মাদক সেবনে জোর করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। এই ঘটনার পরে কঙ্গনা রানাওয়াত টুইট করে জানিয়েছেন, মাদক যোগ সত্যিই রয়েছে কিনা তা খতিয়ে দেখা হোক।