নব দম্পতি সৌরভ ত্বরিতার ফুলশয্যার খাটের মুহূর্ত ভাইরাল – Newly Married Sourav Banerjee – Twarita Chatterjee Fullsojja Khat Basor Ghor Marriage Photo, Video
পর পর এক মাসের মধ্যে উত্তম কুমারের বাড়িতে বেজে উঠেছে সানাই এর আওয়াজ। গৌরব এবং দেবলিনার পরেই সাত পাকে বাঁধা পড়লেন সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়। বিবাহ থেকে শুরু করে ফুলশয্যা পর্যন্ত সব ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। রীতিমতো রাজকীয় ভাবে তাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। (Tollywood Xossip : Naba bodhu bor newly married husband wife Sourav Banerjee Twarita Chatterjee Full sojja khat basor ghor marriage viral photo video news)
সৌরভের বিবাহে যে সমস্ত ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে,তার মধ্যে বেশি ভাইরাল হয়েছে তাদের ফুলশয্যার ছবি। ফুলশয্যার খাট সাজানো হয়েছে ফুল দিয়ে। ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের বেনারসি এবং ফুলের গয়না তে সেজে উঠেছে নববধূ। সৌরভ পড়ে রয়েছে সবুজ রঙের পাঞ্জাবি এবং সাদা পাজামা।
ছবিতে শুধু দুজনেই নয়, রয়েছে আরও একজনের ছবি। তাদের সঙ্গে রয়েছে তাদের পোষ্য ও আদরের কুকুর। সৌরভ এবং ত্বরতার বিয়েতে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির বহু কলাকুশলীরা।তাদের মধ্যে অন্যতম ছিলেন তাদের ঘনিষ্ঠ বান্ধবী সন্দীপ্তা, রাহুল, ভাস্বর চট্টোপাধ্যায় এবং অন্যান্য কলাকুশলীরা।

আলিপুরের ওপেন থিয়েটারে ছিল নবদম্পতির সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল বিবাহের কিছুদিন আগেই। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ্তা সেন অন্যান্য কলাকুশলীরা। কেককেটে অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠান। বিয়ের আগের দিন ছিল নববধূর মেহেন্দির অনুষ্ঠান,সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড়ের আকারে ভাইরাল হয়।
বিয়ের কিছুদিন আগে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টিতে মেতেছিলেন ত্বরিতা। সেখানে হবু বধূ পড়েছিল সাদা টি-শার্ট এবং হট ডেনিম শর্ট।পার্টিতে কোন অ্যালকোহল এর ব্যবস্থা ছিলনা।সফট ড্রিংকসের গ্লাস নিয়ে দেখা গেছে সকলকে পোজ দিতে।
বিয়ের পরেই নেটিজেনদের কটাক্ষে শিকার হতে হয়েছিল নবদম্পতিকে, বিশেষত নববধূকে। বিয়ের এক সপ্তাহের মধ্যেই একটি রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে গিয়ে ত্বরিতাকে শাখা পলা খুলে শাড়ি পড়ে পোজ দিতে দেখা যায়। বিয়ের পরে কি করে শাখা পলা খুলে ফেলেন, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তাদের উত্তরে অভিনেত্রী বলেছিলেন যে, আমার ফ্রেন্ডলিস্টে যারা আছেন তারা, আমাকে কম জ্ঞান দিলে ভালো হয়। আমি জ্ঞানী নয় গুণী হতে চাই।