খবরদেশসর্বশেষ

মোদীর সময়কালে বিশ্বের সুখী দেশের তালিকায় ভারতের স্থান খাদে – Modiji Achhe Din !

ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশ অবশ্যই জনসংখ্যা। জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে। নানা ধর্ম, নানা পোশাক, নানা ভাষা তৈরি ভারত কিন্তু রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায় হয়েছে যে, ভারতে থাকা সুখী মানুষ নেই। (News Nation : Narendra Modi Acche Din ! India is in deep down as the happiest country of the world)

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বলা হয়েছে যে ১৪৯ টি দেশের তালিকার মধ্যে ভারতের স্থান রয়েছে ১৩৯। তবে এই রকম একটি স্থানে পড়ার জন্য যে দুঃখ-কষ্টে ভারতবাসী দিন কাটাচ্ছে সেটাও নয়, ভারতবর্ষের গোটা জনগণের মধ্যে কিছু সংখ্যক জনগণ যারা বেশ আনন্দেই রয়েছেন।

বেশিরভাগ মানুষই রয়েছেন দুঃখে বলতে গেলে আচ্ছে দিন এখনো আসেনি। রাষ্ট্রপুঞ্জের যে এই হ্যাপিনেস রিপোর্ট সেটা এ বিষয়ের উপর লক্ষ্য করা হয় এক হচ্ছে লাইফ ইভ্যালুয়েশন, এই বিষয় অনুযায়ী আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং তার মধ্যে একটা থাকবে আপনার দিন এখন কেমন যাচ্ছে।

১ থেকে ১০ এর মধ্যে একটা সংখ্যা দিয়ে আপনাকে উত্তর বোঝাতে হবে। এই রিপোর্ট অনুযায়ী শূন্য হল একদম খারাপ এবং ১০ হল সব থেকে ভালো। এই ইভ্যালুয়েশন ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আপনার কাছে প্রশ্ন আসবে যে, আপনি ২৪ ঘন্টায় হেসেছেন কিনা, কোন বিষয় নিয়ে আপনি কি আনন্দ পেয়েছেন কিনা।

এই বিষয়ে বোঝাতে হবে,১ পয়েন্ট এবং শুন্য দিয়ে। এই সমীক্ষার মাধ্যমে হয়েছে যে, ভারত বর্ষ দেশের তালিকায় ১৩৯ স্থানে আছে সুতরাং বোঝা যাচ্ছে যে, সুখ অনেক দূরে রয়েছে ভারতবাসীর কাছ থেকে। বোঝা গেছে যে, দেশের মানুষ বেশি কষ্টে দিন কাটাচ্ছে। নরেন্দ্র মোদির শ্লোগান আচ্ছে দিন সেটা কবে আসবে এখন তারই অপেক্ষা।

narendra modi acche din india is in deep down as the happiest country of the world
মোদীর সময়কালে বিশ্বের সুখী দেশের তালিকায় ভারতের স্থান খাদে – Modiji Achhe Din !