বিনোদনভাইরালসর্বশেষ

প্রাইভেট জেট, আইল্যান্ড কেনার স্বপ্নের মৃত্যু! NCB গ্রেফতার করলো রিয়া চক্রবর্তীকে !

বন্ধুরা, অনেকদিন যাবত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে গোটা ভারতবর্ষে জুড়ে। সম্প্রতি ড্রাগের কতটা যোগসুত্র রয়েছে তা নিয়ে নারকটিকস কন্ত্রল বিউরো এনসিবি বিভিন্ন লোকের ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছে। আর সেই সুবাদেই এনডিপিএস অ্যাক্ট বা নারকটিক ড্রাগস এবং সাইকোত্রপিক পদার্থের নিয়ম অনুসারে রিয়া চক্রবর্তী কে গ্রেপ্তার করলো এনসিবি। প্রসঙ্গত, শুরু থেকেই রিয়া চক্রবর্তীর দিকে নেটের লোকজন সন্দেহের তীর ছুড়ে দিয়েছিলেন।

জানা গিয়েছে যে, খুব শীঘ্রই তার মেডিকেল টেস্ট করা হবে। তাছাড়া তাকে সন্ধ্যাবেলায় রিমান্ডে রাখা হবে বলে জানা গিয়েছে। আর এই কারণে তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে বসানো হবে। সূত্র অনুসারে, তাকে কোর্টে তোলা হবে অন্যান্য 3 জন গ্রেপ্তারকৃত লোকদের সঙ্গে (NCB arrest Rhea Chakraborty, Sushant SIngh Rajput’s Ex in NDPS act)।

অপরদিকে, এনসিবি কোর্ট এর কাছে আবেদন করেছে যে তারা এই চারজন অভিযুক্তকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে রাখতে চেয়েছে। পরবর্তীকালে হয়তোবা তাকে অন্যান্যদের সামনে হাজির করা হতে পারে। তাছাড়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করার জন্য তাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী, তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে বলা হচ্ছে

দীর্ঘ তিন দিন ধরে অভিনেত্রী রিয়া চক্রবর্তী কে এনসিবির সামনে হাজির করা হয়েছিল। কারণ তার বিরুদ্ধে সুশান্তের মৃত্যুর সাথে ড্রাগ চক্রের অভিযোগ ছিল। জিজ্ঞাসাবাদে তৃতীয় দিনে রিয়া চক্রবর্তী এনসিবির অফিসে পৌঁছান। আর এই অফিসটি দক্ষিণ মুম্বাইয়ের বেলার্ড স্টেটে অবস্থিত (Rhea reaches NCB office, Ballard State, South Mumbai)। সেখানে 10:30 নাগাদ মুম্বাই পুলিশের গাড়িতে করে তাকে পৌঁছে দেওয়া হয়। এখনো পর্যন্ত তিনি জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন।

এনসিবি অফিসাররা রবিবার রিয়া চক্রবর্তী কে টানা 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এর পরদিন সোমবার তাকে পুনরায় 8 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই মঙ্গলবার তাকে 5 ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। এই খবর পাওয়ার পর সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি বলেছেন,”ভগবান আমাদের সঙ্গে আছেন।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।