খবরবিনোদনভাইরালসর্বশেষ

অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে দীর্ঘ ৮ ঘণ্টা তল্লাশি ! উদ্ধার মহার্ঘ বস্তু

Mumbai : প্রকৃতপক্ষে অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর এনসিবির নজরে পড়ে একাধিক অভিনেতা এবং অভিনেত্রীরা। আর ফেঁসে যান অভিনেতা অর্জুন রামপালও। জানা গেল, গত সোমবার সকাল থেকে দীর্ঘ 8 ঘন্টা যাবৎ সার্চ করা হয় অর্জুন রামপালের বাসভবনে। আর তদন্তকারী অফিসাররা লাগাতার তল্লাশি চালিয়ে মহার্ঘ বস্তু উদ্ধার করেন। চলুন আস্তে আস্তে জেনে নেই সেই বস্তু গুলো কি কি ? (Bollywood Xossip : NCB searches Arjun Rampal’s house for hours and finds some illegal things. After the death of actor Sushant Singh Rajput, NCB is investigating the drug relations with Bollywood celebrities)

সোর্স থেকে পাওয়া খবর অনুসারে, অর্জুনের মুম্বাইয়ের বাসভবন এবং তার অফিসে সার্চ করা হয়। মূলত তাঁর বাড়ি এবং অফিসের ঠিকানা যথাক্রমে খার, বান্দ্রা এবং আন্ধেরি। আর সেখান থেকে কয়েকটি মোবাইল ফোন, আইপ্যাড এবং ল্যাপটপ উদ্ধার করা হয়। আর স্বাভাবিকভাবেই এই electronics-gadgets গুলো বাজেয়াপ্ত করা হয়েছে। অপরদিকে এই অভিনেতাকে ইনভেস্টিগেট করার জন্য এনসিবির ডেরায় হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস দাদা আজিওলাসকে অ্যারেস্ট করা হয়েছে। আজিওলাসের উপর অভিযোগ আসে যে, তার সঙ্গে ড্রাগ পাচারকারীদের রিলেশনশিপ বর্তমান। অপরদিকে এই ব্যক্তি মূলত দক্ষিণ আফ্রিকার অধিবাসী। তবে গ্রেপ্তার করার পর তিনি জামিনে ছাড়া পান।

সূত্রমতে, গতকাল সোমবার সকাল সাতটার দিকে অর্জুনের মুম্বাইয়ের বাসস্থানে হানা দেয় এনসিবির অফিসাররা। দীর্ঘক্ষন ধরে তল্লাশির পর অভিনেতার বাড়ি থেকে নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। অফিসাররা জানালেন, NDPS আইন মোতাবেক ভারতে ওই ওষুধগুলো ব্যবহার করা নিষিদ্ধ। অপরদিকে অনেকগুলো বৈদ্যুতিক যন্ত্রপাতি উদ্ধার হয়েছে অভিনেতার বাড়ি থেকে।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বলিউডের মাদক যোগে 18 জনের বেশি অভিযুক্তদের অ্যারেস্ট করা হয় এনসিবির পক্ষ থেকে।

NCB searches Arjun Rampal's house for hours and
অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে দীর্ঘ ৮ ঘণ্টা তল্লাশি ! উদ্ধার মহার্ঘ বস্তু (Credit : Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।