খবরদেশসর্বশেষ

পাড়ার কুকুর নামতে চলেছে সেনাবাহিনীতে ! প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ডাকে পদক্ষেপ শুরু

এবার বিদেশি কুকুরদের জায়গায় সময় এলো পাড়ায় ঘুরে বেড়ানো ব্লেজ, টাইগার এর মত কুকুরদের। লাদেন ঘাতক বেলজিয়াম প্রজাতির কুকুরের মত বিখ্যাত নয় ঠিকই, কিন্তু এই পাড়ার কুকুর গুলো কিন্তু, তেজ,ক্ষমতা, দূরদর্শিতার দিক থেকে স্নিফার ডগের থেকেও কম কিছু না। (Pradhan Mantri Atmanirvar Dak : Neighbourhood dogs are going to land in the indian army. Blaze and Tiger Parikrama. Not Blaze, or Not Belgium dogs Which killed Laden)

খবর সূত্রে জানা যায় যে নিরাপত্তা বাহিনীর দলে যে, বিদেশি কুকুর ব্যবহার করা হয়, তাদের বদলে দেশি কুকুরদের কাজে লাগানোর চিন্তা করা হচ্ছে।

তাদের মতে অনেক টাকা খরচ করে বিদেশি কুকুর যদি না কিনে যদি দেশের কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হয় তবে অনেকটাই ভালো হবে।

খবর সূত্রে জানা যায় দেশি কুকুরদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। এনডিআরএফ শুরু করে দিয়েছে এই কার্য। জানা যায় প্রথম ধাপে ৬টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের পাঠিয়ে দেওয়া হবে অন্যান্য রাজ্যে। কমান্ড্যান্ট পিকে তিওয়ারি বলেন যে, এ উদ্যোগটি হলো লোকাল ভোকাল এর আওতায়। (Commander PK Tiwari)

অনেক জায়গা থেকে প্রশ্ন এর উপর ভিত্তি করে উঠে আসছে যে বিদেশি কুকুর যতটা প্রশিক্ষণ নিতে পারে দেশি কুকুরের সেইটুকু নিতে পারবে কিনা?

এনডিআরএফের আধিকারিকরা জানান যে এটা অবশ্যই সম্ভব, বিদেশি কুকুরের থেকে যদি দেশি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় তবে দেশি কুকুর আরও ভালো কাজ করবে বলে তার ধারণা।

কারণ এরা থেকে দেশের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সবই জেনে থাকে। বিদেশি কুকুরদের থেকে দেশি কুকুর দের প্রশিক্ষণ দেওয়াটা হয়তো একটু বেশি সময় লাগতে পারে তবে প্রশিক্ষণ সম্পন্ন হলে অবশ্যই অনেক বেশি কাজের হবে বলেই মনে করছে এনবিআর এর আধিকারিকরা। (NDRF officers are going to train local dogs)

বিদেশি কুকুরের থেকে দেশী কুকুরের ঘ্রাণশক্তি এবং শারীরিক সক্ষমতা যথেষ্ট বেশি। সিএসপি এর অধিকর্তা সমীর শীল জানান যে, ‘এরকম একটি সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল’। (CSP Officer Samir Shil)

এইরকম একটি খবর পেয়ে রাজ্যের পশুপ্রেমীরা ভীষণ আনন্দিত। কুকুরপ্রেমী স্নিগ্ধা সরকার জানান যে দেশি কুকুররা বেশিরভাগ জন্ম নেয় এবং রাস্তাঘাটে মারা যায় তাই এরা যে রকম ভাবে রাস্তাঘাটে এইরকম আবহাওয়ার মধ্যে বড় হয়ে থাকে। তার ফলে এদের ক্ষমতা যথেষ্ট বেশি, যদি এরা উপযুক্ত প্রশিক্ষণ যথাযথভাবে পায় তবে বিদেশি কুকুর দের থেকে কোন অংশে কম হবে না। (Animal Dog lover Snigdha Sarkar shares her experience)

প্রশিক্ষনের দায়িত্বে রয়েছে আধিকারিক সন্দীপ কুমার ৪৬ সপ্তাহ ধরে দুটি দেশি কুকুরকে প্রশিক্ষণ দিয়ে অপারেশনের জন্য নামানো হয়। তাদের নাম হল ব্লেজ এবং টাইগার। তার মতে বিদেশি কুকুরের থেকে দেশি কুকুর অনেক বেশি তাড়াতাড়ি প্রশিক্ষণ নিতে সামর্থ্য হচ্ছে। (ebar bilati kukur er bodole deshi ratar parar kukur ke neoa hobe sena bahini te)

এই পরিকল্পনা আপাতত চলছে গাজিয়াবাদে দেশি কুকুরদের নিয়ে চলছে। এই পরিকল্পনা সঠিক হলে আস্তে আস্তে এটি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার কুকুরদের নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হবে। (Neighbourhood dogs are already being trained in Ghaziabad.)

neighbourhood dogs are going to land in the indian army
পাড়ার কুকুর নামতে চলেছে সেনাবাহিনীতে ! প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ডাকে পদক্ষেপ শুরু

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।