খবরদেশসর্বশেষ

ভারতীয় যুবকের মৃত্যু নেপালী পুলিশের গুলিতে – উত্তপ্ত ভারতীয় সীমান্ত

বৃহস্পতিবার দিন ভারতীয় এক যুবকের মৃত্যু হল, নেপালের পুলিশের বন্দুক থেকে ছোড়াগুলির জন্য। এরপরই উত্তপ্ত হয়ে রয়েছে ভারতীয় সীমান্ত। এইরকম অবস্থায় বিরাট পুলিশ বাহিনী নেমেছে এই অবস্থাকে সামাল দিতে। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট জওয়ানের একটি দল। (News Nation : Nepali police kills Govinda Singh, an Indian man of 26 and border is unstable)

বৃহস্পতিবার দিন গভীর রাতেই এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে যে, ওই ভারতীয় মৃত যুবকের নাম হল গোবিন্দ সিংহ এবং বয়স তার ২৬ বছর। গোবিন্দ সিংহ এর মৃত্যুর সাথে সাথে আর একজন নিখোঁজ রয়েছেন। খবর সূত্রে জানা গেছে যে, গোবিন্দ সিংহ সহ পাপ্পু সিংহ এবং গুর্মিত সিংহ নামে আরো দুজন গিয়েছিল নেপালের বেলোরি নামের একটি বাজারে।

তারপরেই গুরুতরভাবে জখম হয় ওই ২৬ বছরের ভারতীয় যুবক গোবিন্দ সিংহ। গোবিন্দ সিংহ মারা যায় এবং আরো দুজনের মধ্যে একজন ভারতে পালিয়ে আসে কিন্তু আর একজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা এখন উত্তপ্ত অবস্থায় রয়েছে। গ্রামবাসীদের শান্ত করার জন্য পুলিশ বাহিনীর উপস্থিত হয়েছেন। যে যুবকটি বেঁচে ভারতে প্রবেশ করেছে, তার থেকে এখন সবকিছু জানা হচ্ছে।

কেন নেপালের পুলিশ এইরকম ভাবে হঠাৎ তাদের উপর গুলি চালাল, এ বিষয় নিয়ে উত্তরপ্রদেশের যোগী রাজ্যের পুলিশরা তদন্ত শুরু করেছে। ওই তিনজন রাঘবপুরি টিলা নম্বর ৪ গ্রামের বাসিন্দা। কি কারনে তারা নেপালের বাজারে প্রবেশ করেছিল এবং কেনই বা নেপালের পুলিশ তাদের ওপর এই ভাবে আক্রমণ করল, সেটা বিষয়েই এখন তদন্ত চালাচ্ছে ভারতীয় পুলিশ।

nepali police kills govinda singh an indian man of 26 and border is unstable
ভারতীয় যুবকের মৃত্যু নেপালী পুলিশের গুলিতে – উত্তপ্ত ভারতীয় সীমান্ত (প্রতীকী ফটো)