তারকা প্রার্থীদের ব্যক্তিগত নাম্বার ফাঁস, প্রয়োজনে ফোন করার কথা জানালেন নেটিজেন
কিছুদিন ধরেই একটি পোস্ট সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করছে। এক কথায় বলা ভালো ভাইরাল হয়ে গেছে এই পোস্ট। নেট মাধ্যমে কিছু তারকা প্রার্থীদের ফোন নাম্বার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তৃণমূল-বিজেপি নির্বিশেষে কয়েকজন প্রার্থীর ফোন নাম্বার ফাঁস করা হয়েছে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। প্রার্থীদের তালিকায় রয়েছেন, বৈশালী ডালমিয়া, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মুকুল রায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, জুন মালিয়া, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়, কৌশানি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র দের মতো তারকা প্রার্থী। (West Bengal Election 2021 News: netijen wishes to inform their problems to star candidates)
এই পোস্ট করে দাবি করা হয়েছে যে, যারা মানুষের পাশে থাকার জন্য রাজনীতিতে প্রবেশ করেছেন, তাদের ফোন নাম্বার দেওয়া হলো এখানে। সমস্যায় পড়লে মানুষ সরাসরি তাদের ফোন করে নেবেন। মধুরিমা তরফদার নামে একজন নেটিজেন প্রথমেই প্রার্থীদের ব্যক্তিগত ফোন নাম্বারের তালিকা প্রকাশ করেছিলেন। তারপর পরিচালক ইন্দ্রাশিষ আচার্য নিজের ফেসবুক দেওয়ালে প্রকাশ করে দেন এই তালিকাটি।
এই তালিকাটি প্রবেশ করে তিনি জানান যে, মানুষের কাজ করতে পারছিলেন না বলে যারা রাজনীতিতে এসেছিলেন, তাদের কাজ করার সময় এসে গেছে। তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য এই পোস্ট শেয়ার করা হয়েছে। শুধুমাত্র বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্র করোনা আক্রান্ত হওয়ায় তাদের বাদ দিতে বলেছেন পরিচালক।
ফোন নাম্বার গুলো শেয়ার করা হলেও পরবর্তী সময়ে নিজের প্রোফাইল থেকে এই নম্বর তালিকা সরিয়ে ফেলেছেন পরিচালক। তবে তিনি এও বলেছেন যে, যদি কারোর নম্বর জানা থাকে তাহলে শেয়ার করতে থাকুন। প্রয়োজনে তাদের ফোন করুন। কি রেসপন্স পাচ্ছেন সেগুলো শেয়ার করুন। আমাদের জানতে হবে তাদের প্রতিক্রিয়া।
