বিনোদনভাইরালসর্বশেষ

নেপোটিজম নিয়ে করণ জোহরকে কাঠগড়ায় দাঁড় করালেন আমজনতা, পড়ুন আসল কারণ

করোনার ডামাডোলের মধ্যে অনেকেই কিছুদিন আগে ঘটে যাওয়া নেপোটিজম নিয়ে যে হইচই হয়েছিল সেটা ভুলে গেছেন। কিন্তু আরো একবার সেই ব্যাপারটিকে মাথাচাড়া দিয়ে করণ জোহরকে কাঠগড়ায় দাঁড় করালেন আমজনতা। ধর্মা প্রোডাকশন এর আগামী ছবি দোস্তানা টু থেকে যে কার্তিক আরিয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটি প্রকাশ্যে আসার পরই ক্ষিপ্ত হয়ে উঠলেন মানুষেরা। (Bollywood Xossip: netjens slam Karan Johar in context of nepotism again in Kartik aryan case)

ইতিমধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ছবিতে নায়ক বাতিলের কথা জানানো হয়েছে ধর্মা প্রোডাকশন এর তরফ থেকে। কার্তিককে চিরদিনের জন্যই নাকি ব্যান করেছে কারান জোহরের প্রযোজনা সংস্থা। কিন্তু এখনো নেপথ্যে কি কারণ তা জানা যায়নি। তবে শুনতে পাওয়া গেছে যে, কারন জোহরের সঙ্গে নাকি মনোমালিন্য হয়েছে কার্তিক আরিয়ানের। এই ছবিটির আগে অন্য একটি ছবি কাজ শেষ করার কথা জানাতে মনোমালিন্য হয় তাদের মধ্যে।

শুনতে পাওয়া যাচ্ছে যে, দস্টানা 2 এর জন্য কারণ যখন কার্তিককে সাইন করেছিলেন, তখন তার সঙ্গে চুক্তি হয়েছিল 2 থেকে 3 কোটি টাকার। কিন্তু হঠাৎ করে নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে ফেলেছেন নায়ক। করণ জোহরের কাছে চেয়েছেন 10 কোটি টাকা। সাইন হয়ে যাবার পর এই ভাবে পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেননি কারণ জোহার।

কিন্তু তবুও তিনি।কার্তিক কে আশ্বস্ত করেছিলেন যে, এর বদলে আরেকটি ছবিতে তাকে নেওয়া হবে। তবে এবার অভিনয় তাকে না জানিয়েই তার বদলে অন্য অভিনেতাদের কাস্ট করে নেন কারণ জোহার ঠিক এইখানেই বেঁকে বসেন অভিনেতা। তিনি জানান যে, ক্রিকেট নির্ভর কোন ছবিতে যদি তাকে সাইন করানো না হয় তাহলে তিনি কিছুতেই শুটিং শুরু করবেন না।

পরিচালকের সাথে মনোমালিন্য এমনই চরম পর্যায়ে চলে যায় যে, কার্তিককে সরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে নেয় করণ জোহর। তবে কার্তিক কে বাদ দিয়ে যে বড়োসড়ো বিপদে পড়তে হয়েছে তাকে তা স্বীকার করে রান করান জহার। অভিনেতা কে ছবি থেকে বাদ দেবার জন্য তার ক্ষতি হয়েছে প্রায় কুড়ি কোটি টাকা। এইসময় করান জহার এর কাছে অন্য কোনো অভিনেতা ও সিনেমার জন্য চুক্তি করতে রাজি হচ্ছেন না।

netjens slam karan johar in context of nepotism again in kartik aryan case
নেপোটিজম নিয়ে করণ জোহরকে কাঠগড়ায় দাঁড় করালেন আমজনতা, পড়ুন আসল কারণ