দেশসর্বশেষ

চলতি দিন থেকে সাথে না রাখলেও চলবে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির অন্যান্য নথিপত্র

অবশেষে হল নিয়মের পরিবর্তন। আজ থেকে শুরু হয়ে গেল নতুন নিয়ম। চালকদের সাথে রাখতে হবেনা আর কোন রকম নথিপত্র, এমনকি ড্রাইভিং লাইসেন্সটিও নিয়ে ঘুরতে হবে না (New Traffic Rules: you don’t need to bring driving licence and other documents with you)।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক তাদের বিবৃতি প্রকাশের মাধ্যমে জানালেন চালকদের সুবিধার কথা ভেবে অবশেষে নিয়মের পরিবর্তন আনা হলো কিছু ।

নতুন নিয়ম অনুযায়ী গাড়ির চালকরা এবার থেকে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কোনরকম নথিপত্রের হার্ডকপি সঙ্গে না রাখলেও চলবে। সমস্ত রকম ডকুমেন্ট স্টোর থাকবে অনলাইন পোর্টালে।

you dont need to bring driving licence and other documents with you
নতুন ট্রাফিক রুলস (ফটো ক্রেডিটঃ ইউটিউব)

এই সুবিধা উপভোগ করার জন্য চালকদের স্মার্টফোনে ইন্সটল করে রাখতে হবে “ডিজি-লকার” বা “এম-পরিবহন” নামক অ্যাপটি কে (According to Central Ministry of Road Transport, drivers need to install Digilocker or M Parivahan app to their smartphone)।

এই অ্যাপের মধ্যে ইলেকট্রনিক ভাবে সুরক্ষিত থাকবে ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির বিভিন্ন নথিপত্র যেমন ইন্সুরেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পলিউশন সার্টিফিকেট।

অবশ্য যারা এই “এম-পরিবহন” অ্যাপ টি ইউজ করবেন না তাদের ক্ষেত্রে চালকদের সমস্ত ডকুমেন্ট এর হার্ডকপি নিজেদের সাথেই রাখতে হবে সর্বদা।

এখন থেকে গাড়ির কোনরকম নথিপত্র চেক করতে গেলে পুলিশ কে এই অ্যাপের মাধ্যমে চেক করতে হবে।

কোন চালকের ড্রাইভিং লাইসেন্স যদি বাতিল করার হয় সেটিও করতে হবে এই অ্যাপের মাধ্যমে।

কোন চালক এর ক্ষেত্রে ফাইন ধার্য করা হলে এই পোর্টালের মাধ্যমে ই-চালান কাটা হবে (Driving fine by E-challan)।

সুতরাং এতদিন চালকদের প্রায়শই যে অভিযোগ উঠে আসত যেমন, গাড়ির কাগজপত্র হারিয়ে ফেলা বা বাড়িতে ফেলে আসা এই কারনে কাগজপত্র সঙ্গে রাখা যায়নি, সেই সব থেকে রেহাই পাবে চালকরাও। এবার থেকে সমস্ত প্রসেস চলবে ইলেকট্রনিক মাধ্যমে (Driving Licence checking in electronic way in India)। এই নতুন নিয়মের ফলে প্রশাসনের পাশাপাশি খুশি চালকরাও।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।