খবররাজনীতিরাজ্যসর্বশেষ

ভোটের আগেই ছত্রধরকে তলব NIA, সাহায্য না করলে যেকোনো সময় গ্রেফতার !

আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে দফায় দফায় বিধানসভা ভোট। প্রত্যেক দলের সমস্ত প্রস্তুতি এখন শেষের পথে। এখন শুধু সময়ের অপেক্ষা। তবে তার আগেই শনিবার জঙ্গলমহলে ভোট পর্বের আগেই ছত্রধরকে তলব করে পাঠাল এন আই এ। ইতিমধ্যেই তাকে কলকাতার অফিসে হাজিরের নির্দেশ দিয়েছে এনআইএ। সূত্র মারফত খবর পাওয়া গেছে যে, হাজিরা দিতে না এলে যে কোন মুহূর্তে তাকে গ্রেফতার করতে পারে পুলিশ। (West Bengal Assembly Election 2021 : NIA calls for investigating Chhatradhar Mahato just before WB election)

আজ থেকে প্রায় ১০ বছর আগে জঙ্গলমহলে সিপিএম নেতা প্রবীর মাহাতো কে খুন এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতার ঘটনার মূল অভিযুক্ত এই জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। সম্প্রতি এই ঘটনা গুলির তদন্তভার এনআইএর হাতে যাবার পর তদন্ত আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার জেরা করার জন্য অভিযুক্ত ছত্রধর কে ডেকে পাঠিয়েছে এনআইএ আধিকারিকরা।

তবে অন্যদিকে 10 বছর জেলে কাটানোর পর কেন আবার হঠাৎ করে এই কেসের তদন্তে নামল এন আই এ, তা নিয়ে সমস্ত ক্ষোভ উগরে দিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ছত্রধর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিযুক্ত ছত্রধর জানিয়েছে যে, আমার বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে বহরমপুরে প্রবীর মাহাতো নামে এক ব্যক্তি খুন হয়েছিল বহু বছর আগে। সেই ঘটনায় আমাকে পাঁচ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছিল।

কোন এফআইআর ছাড়াই আমাকে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় যারা যারা সাক্ষী দিয়েছেন তাদের কাউকেই আমি চিনিনা।এমনকি যিনি কোন হয়েছিলেন তাকে এবং তার বাড়ির কাউকে আমি চিনিনা।অনেকেই হয়তো আমাকে চিনতে পারে কিন্তু সবাইকে চেনা আমার পক্ষে সম্ভব না। এই পুরো ঘটনাটাই ছিল সাজানো। ১০ বছর আমি বিচারাধীন অবস্থায় জীবন কাটিয়ে বাড়ি ফিরে এসেছি। আর এই ঘটনায় নিজেকে জড়াতে চাইনা।

তবে ঘটনা যাই হোক না কেন, ছত্রধর ইস্যুতে যে আরো একবার বাংলা রাজনীতিতে উত্তাপ ছড়াল তা বলাই বাহুল্য। গত 5 ই মার্চ হাইকোর্টে শুনানি ছিল ছত্রধর মাহাতোর। সেখানে তাকে হেফাজতে চেয়ে জেরা করার জন্য যে আবেদন জানিয়েছিল এন আই এ, তা সঙ্গে সঙ্গে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

ছত্রধর মাহাতোর আইনজীবী দেবাশীষ রায় আদালতে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে, প্রবীর মাহাতো খুন হবার পর ২০০৯ সালে খুন এবং দেশের মামলা করা হয় তার মক্কেল দের বিরুদ্ধে। যার সর্বোচ্চ সাজা হয় আমৃত্যু কারাবাস। কিন্তু 13 বছর পরে আরো একবার ছত্রধর মাহাতো সহ প্রত্যেক অভিযুক্তদের বিরুদ্ধে ইউপিএ ধারা যোগ করার কোথায় যৌতিকতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেবাশীষ রায়।

তবে এতকিছুর পরেও ছত্রধর মাহাতোকে হাজিরা নির্দেশ দিয়েছেন এনআইএ। সময় মতো হাজিরা না দিলে যেকোন সময়ে গ্রেফতার করা হতে পারে বলে জানানো হয়েছে। রাজ্য প্রথম দফা ভোটের আগে এই ঘটনা যে আরও কিছুটা জল্পনা-কল্পনা বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য।

nia calls for investigating chhatradhar mahato just before wb election
ভোটের আগেই ছাত্র ধরকে তলব NIA, সাহায্য না করলে যেকোনো সময় গ্রেফতার !