খবরদেশব্যবসাসর্বশেষ

আন্তর্জাতিক নারী দিবসে নীতা আম্বানি আনলেন নারীদের জন্য সুখবর, দেখে নিন বিস্তারিত

আজ আন্তর্জাতিক নারী দিবস। সোশ্যাল মিডিয়া জুড়ে সকাল থেকেই নারীদের প্রতি সম্মান জানাচ্ছেন প্রত্যেক মানুষ। কিভাবে নারীরা সমস্ত ক্ষেত্রে নিজেদের অবদান দিয়ে চলেছেন, তার জন্য তাদের কুর্নিশ জানাচ্ছেন সকলেই। নারীদের পাশাপাশি পুরুষেরা নারীদের সম্মান জানাচ্ছেন আজ। কিন্তু তার মধ্যেও কিছু কিছু পুরুষ বলছেন যে, নারী মুক্তি তখনই হবে যখন একজন নারী অন্য নারীর পাশে এসে দাঁড়াবে। নারীদের হাত ধরেই মুক্তি হবে নারীদের দাসত্বের। (International Women’s Day 2021 : Nita Mukesh Ambani launches ‘Her Circle’ app : a social media platform for totally women)

আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে একটি আলাদা ডিজিটাল প্ল্যাটফর্ম খুলতে চলেছেন নিতা মুকেশ আম্বানি। তিনি তার হার সার্কেল নামক একটি মাধ্যম চালু করেছেন যেখানে, শুধুমাত্র মহিলাদের জন্য থাকবে নানা রকম সুযোগ-সুবিধা। (Digital Her Circle app owner – Nita Ambani, the wife of Mukesh Ambani)

এই প্রসঙ্গে নিতা আম্বানি জানান যে, যখন কোন মহিলা মহিলার ওপর আস্থা রাখেন, তখন এই পৃথিবীতে অবিশ্বাস্য কিছু ঘটে যায়। আমাদের হার সার্কেল নামক এই ডিজিটাল প্ল্যাটফর্মের একটিমাত্র লক্ষ্য যে, আমাদের নারীর ক্ষমতায়নকে এবং ক্ষমতায়নের উৎসাহ কে আরো একটু উৎসাহ দেওয়া। (Antorjatik nari dibose meyeder jonno Nita AMbani chalu korlen Her Circle Digital Application)

আপাতত ভারতীয় মহিলাদের জন্য এই ডিজিটাল প্লাটফর্মে সূচনা হলেও আগামী দিনে বিদেশের মহিলাদের জন্য চালু হবে এই পরিষেবা। মহিলাদের সঙ্গে সম্পর্কিত নানা বিষয় এবং তথ্য সরবরাহের জন্য এটি ওয়ানস্টপ দেস্টিনেশন হিসেবে এই প্ল্যাটফর্মটির পরিকল্পনা করা হয়েছে। এই সময়ের মহিলারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

nita mukesh ambani launches her circle app for totally women
আন্তর্জাতিক নারী দিবসে নীতা আম্বানি আনলেন নারীদের জন্য সুখবর, দেখে নিন বিস্তারিত