খবরটেকনোলজিসর্বশেষ

হোয়াটসঅ্যাপের নতুন চমক। এইবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া যাবে সোনা উপহার

সোনা বেচা এবং কেনার নতুন অনলাইন প্লাটফর্ম হল সেফ গোল্ড, এমন একটি জায়গা যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে দিতে পারেন সোনা উপহার হিসেবে। এই সেফ গোল্ডের সাথে জোট বেঁধেছে, পেটিএম এবং ফোনপের মতো অন্যান্য অত্যাধুনিক অনলাইন সংস্থাও। (Technology News : Now you can send Gold to your loved ones by Whatsapp)

কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সোনা উপহার দিতে পারবেন সেটাই বিস্তারিত জেনে নেওয়া যাক। 1. সেফ গার্ড অ্যাকাউন্ট ওপেন করে প্রথমে আপনি লগ ইন করবেন, ওপেন হলে, এরপর আপনাকে গিফট অপশনে যেতে হবে,

এরপর আপনি যাকে উপহারটি পাঠাবেন তার ফোন নম্বরটা সেখানে দেবেন দেওয়ার পর সেখানে কতটা সোনা এবং কত টাকার মধ্যে আপনি দেবেন সেটা এন্টার করবেন।

এই উপহারটি পাঠানোর সঙ্গে আপনি সেখানে বিভিন্ন স্টিকার এবং মেসেজ লিখতে পারেন। তবে এই সোনা কেনা আপনি নিজের জন্য কখনোই করতে পারবেন না।

এরপর যাকে আপনি পাঠাবেন তার কাছে একটি এসএমএস যাবে এবং এস এম এস টিতে একটি ওটিপি থাকবে। যে উপহার পাবে তার কাছে ওটিপি যাওয়ার পর সেই সেটি দিয়ে সে সেফ গোল্ডের লগ ইন করবেন এবং সেটির সময় অবশ্যই বরাদ্দ থাকবে।

এরপর তিনি ওই সময়ের মধ্যে সোনার উপহারটি পাওয়ার জন্য ক্লেইম করবেন। ফলে এই বিশেষ প্রক্রিয়াটা করার জন্য হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য যে সমস্ত মেসেজিং অ্যাপ গুলো আছে সেগুলোর ভূমিকা বিশাল পরিমাণে।

যারা এই সেফ গোল্ড অ্যাকাউন্ট ব্যবহার করে না, তাদের কাছেও এই রকম ভাবেই সোনা পাঠানো যাবে। সেক্ষেত্রে যাকে উপহারটি পাঠানো হচ্ছে তার ফোন নাম্বারটি দিতে হবে এবং এই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপি টা ওপেন করে তার উপহার ক্লেইম করতে পারবেন।

Now you can send Gold to your loved ones by Whatsapp
হোয়াটসঅ্যাপের নতুন চমক। এইবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া যাবে সোনা উপহার

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।