বিনোদনরাজনীতিসর্বশেষ

নরেন্দ্র মোদিকে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন নুসরত জাহান, শুনে নিন সেই প্রশ্নগুলি

করনার দ্বিতীয় ঢেউ যেন একেবারে নিঃশেষ করে দিচ্ছে আমাদের সকলকে। যেদিকে তাকানো হচ্ছে সেদিকেই দেখতে পাওয়া যাচ্ছে অক্সিজেনের অভাব। কেউ বাবা-মায়ের জন্য কেউ বা ভাই বোনের জন্য হাসপাতালে ছোটাছুটি করছেন সামান্য অক্সিজেনের জন্য। সেরকম একটি ভিডিও সম্প্রতি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। নুসরত জাহান ভিডিওটি পোস্ট করে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। তার সঙ্গে ধরে রাখতে পারেনি নিজের মনের কথা। ভিডিওটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি ছুঁড়ে দিলেন কয়েকটি প্রশ্ন। (Nusrat Jahan questions about oxygen crisis in India to Narendra Modi)

প্রশ্নগুলির মধ্যে প্রথমেই তিনি তুলে ধরলেন যে, কেন এরকম চরম সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাইরের দেশে অক্সিজেন রপ্তানি করে দিচ্ছেন। যে সময় দেশবাসী অক্সিজেনের অভাবে মরতে চলেছে ঠিক সেই সময়ে বাইরে অক্সিজেন রপ্তানি করার কোন প্রয়োজন ছিল কিনা জানতে চেয়েছে নুসরত জাহান।

তিনি আরো লিখেছেন যে, দেশের জন্য সঠিকভাবে করণা টিকা মজুদ না রেখে কি করে বাইরের দেশে রপ্তানি করা হচ্ছে 65% টিকা, তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি। সবশেষে তিনি ছুড়ে দিয়েছেন শেষ প্রশ্ন যা হল, বাংলা দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শমতো কেন সকল ভারতবাসীর করণা টিকা বিনামূল্যে করে দেওয়া হলো না। এই সমস্ত প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে।

তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী অথবা অন্য কাউকে কোন উত্তর দিতে শোনা যায়নি। তবে বহু নেটিজেন তাদের মতো করে এই ভিডিওতে মন্তব্য করেছেন।

nusrat jahan questions about oxygen crisis in india to narendra modi
নরেন্দ্র মোদিকে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন নুসরত জাহান, শুনে নিন সেই প্রশ্নগুলি