দীপাবলীর প্রাক্কালে জ্যাকি শ্রফের মেয়ের জীবনে নেমে এলো অন্ধকার
চলতি বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের জীবনে কোনো না কোনোভাবে বিপদ চলে আসছে। সুশান্তের মৃত্যু সকলের জন্য নিয়ে এসেছে এক অভিশাপ। স্টার কীডদের মধ্যে অন্যতম ছিলেন জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। কিন্তু সম্প্রতি তার জীবনে নেমে এলো দুঃখের ছায়া। দীর্ঘদিন ধরে জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণ শ্রফ বন্ধু ইভানের সঙ্গে লিভ ইন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিবাহ পর্যন্ত এগলো না। তার আগেই ধরে গেল ভাঙ্গন। অচিরেই বিচ্ছেদ হয়ে গেল বন্ধু তথা প্রেমিকের সঙ্গে। বিচ্ছেদের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুজনের সমস্ত ছবি মুছে দিলেন জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। (Bollywood Xossip : Star kid Krishna Shroff, the daughter of Jackie Shroff breaks up with her live in boyfriend Eban Hymes)
সম্প্রতি নিজেদের ফ্যান ক্লাব গুলিকে কৃষ্ণা জানান যে, তার ছবি দিয়ে কখনো যেন তার বন্ধু ইভানকে ট্যাগ না করা হয়। তারা আর এক সঙ্গে থাকছেন না এখন। তাই সোশ্যাল মিডিয়াতে তার কোন ছবিতে যেন তার বন্ধু তথা প্রেমিককে ট্যাগ না করা হয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৃষ্ণা শ্রফ। যদিও জ্যাকি শ্রফের পরিবারের তরফ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। মেয়ের প্রেমিক ছিলেন একজন বাস্কেটবল খেলোয়াড়। বাস্কেটবল খেলোয়াড় ইভানের সঙ্গে কেন জ্যাকি শ্রফের মেয়ের বিচ্ছেদ হয়ে গেল সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্প্রতি শোনা গিয়েছিল, দীর্ঘদিনের লিভ ইন পার্টনারের সঙ্গে খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন কৃষ্ণা শ্রফ। এমনকি বাগদানের পর্ব মিটিয়ে দিয়ে তারা গোপনে বিয়ে সেরে ফেলেছেন বলে জানা গিয়েছিল গোপন সূত্রে। একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে, সমুদ্রসৈকতে একসাথে বোল্ড ফটো শুট করা, সবকিছুই প্রায়ই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে তারা। কিন্তু এত কিছুর পর হঠাৎ করে কেন দীর্ঘদিনের লিভ ইন পার্টনারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল কৃষ্ণার, সেই বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন সকলে। (Krishna Shroff posts some bold photo earlier)
