বিনোদনভাইরালসর্বশেষ

২ জন বিবি পোষার জন্য মুসলমান হয়ে গিয়েছিলেন মহেশ ভাট

বলিউডের বড় প্রডিউসার মহেশ ভাট এর নাম মাঝেমধ্যেই হেডলাইনে দেখা যায়। তবে তিনি মূলত বিতর্কিত ভাবেই শিরোনামে উঠে আসেন। আর মাঝে মধ্যেই তার জীবনের কেচ্ছা-কাহিনী লোকসমক্ষে প্রকাশিত হয়ে যায়। এমনকি তার নিজের মেয়ে পূজা ভাটের সাথে চুমু ( Bollywood Producer Mahesh Bhatt Kisses His Own Daughter Pooja Bhatt) খাওয়া নিয়ে ছবিতে ভাইরাল হয়ে যান মাঝেমধ্যে।

বর্তমানে মহেশ ভাটের ছবি সড়ক ২ (Movie Sadak 2- Mahesh Bhatt) কে ভিত্তি করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন সাধারণ লোকজন উনার নিজস্ব জীবনযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিচ্ছেন। প্রসঙ্গত, মহেশ ভাটের মা ছিলেন একজন মুসলিম ধর্মাবলম্বী মহিলা এবং বাবা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। আর তার বাবা মা বিয়ে বা নিকাহ সম্পন্ন করেন নি। অর্থাৎ মহেশ ভাটের বাবা বিয়ে ছাড়াই এক সঙ্গে মেলামেশা করেছিল। আর এভাবেই মহেশ ভাটের জন্ম হয়। আর স্বাভাবিকভাবেই এই ব্যাপারটার প্রভাব মহেশ ভাটের জীবনে পড়ে যায়।

তো চলুন ফিরে যাই মহেশ ভাটের কলেজ জীবনের পর্বে। কলেজে পড়াকালীন সময়ে তিনি লোরিয়েন ব্রাইট নামে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন (Mahesh Falls In Love With Lorraine Bright)। তারপর তাকে বিয়ে করে ফেলেন। বিয়ে করার পর লোরিয়েন এর নাম পরিবর্তন করে রাখেন কিরণ ভাট (Mahesh changes Lorraine’s Name to Kiran Bhatt)।

পরবর্তীকালে রাহুল ভাট এবং পূজা ভাট জন্মলাভ করে। কিন্তু এর পরে আবার নতুন চমক সৃষ্টি হয় মহেশের জীবনে। মহেশের জীবনে আগমন ঘটে নতুন একটি মেয়ের। তার নাম পারভীন বাবি (Mahesh crushes To Parveen Babi)।

আর পারভীনের কারণেই মহেশের পরিবারে গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। আর কিরণ এবং মহেশ ভাট এর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। কিরণ মহেশের জীবন থেকে রেগেমেগে সরে যান। তবে সেই মুহূর্তে কিরন ভাট এবং মহেশ ভাট এর মধ্যে কোন ছাড়াছাড়ি হয় নি। অর্থাৎ সেই সময় মহেশ ভাট কিরণ ভাটকে তালাক দেন নি।

এরপর আবার একটি নতুন মেয়ে মহেশের জীবনে আসে। সোনি রাজদান নামের একটি মেয়ে মহেশের মনে ধরে যায় (Mahesh Falls In Love With Soni Razdan)। আর তার প্রেমে পাগল হয়ে পড়েন মহেশ ভাট।

কিন্তু সেই মুহূর্তে মহেশ ভাট অন্য কাউকে বিয়ে করতে পারছিলেন না। কারণ তার কিরণ ভাটের সঙ্গে বৈবাহিক সম্পর্ক কাগজে-কলমে বিদ্যমান ছিল। তাই মহাশয়ের বন্ধুরা তাকে বলেন ইসলাম ধর্ম গ্রহণ করো। কারণ ইসলাম ধর্ম গ্রহণ করলে মহেশের পক্ষে দুটো বিবি রাখা সম্ভব হতো। আর এই পরামর্শ মহেশ ভাটের মনে ধরে যায়। উনি ইসলাম ধর্ম গ্রহণ করে আশরাফ ভাট(Mahesh Bhatt Turns Into Ashraf Bhatt) হয়ে যান।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।