ক্রিকেটখবরখেলাসর্বশেষ

হার্ট অ্যাটাকে ICU-তে ভর্তি আমাদের প্রত্যেকের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী

নতুন বছরের দ্বিতীয় দিনেই এল দুঃসংবাদ। প্রতিটি বাঙালি তথা ভারতসহ বিশ্বের প্রত্যেকের প্রিয় দাদা, ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কে বেসরকারি হসপিটালে ভর্তি করা হল। আজ শনিবার তিনি বুকে অস্বস্তি ও ব্যথা অনুভব করার পর কলকাতার উডল্যান্ড্স হাসপাতালে ভর্তি করা হয়। (Cricket News : Our favourite dada Sourav Ganguly suffers in mild cadiac arrest and admitted to Woodlands Hospital Kolkata)

উডল্যান্ড হাসপাতালে কর্মীরা জানান,”বাড়ির জিমে ট্রেডমিল করার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। অপরদিকে তার পরিবারে হার্টের সমস্যার হিস্ট্রি রয়েছে। আর তিনি দুপুর 1 টা নাগাদ হাসপাতালে আসেন তখন তার শরীরের পালস, ব্লাড প্রেসার স্বাভাবিক ছিল। তবে তার ইসিজি রিপোর্ট কিছুটা খারাপ ইংগিত দেয়।”

তারা আরও জানালেন যে, ইকো রিপোর্টে হালকা ইনফেরিয়র ওয়াল হাইপোকিনেশিয়া দেখা দেয়। আর বর্তমানে তিনি হেমোডায়নামিকালি স্থিত অবস্থায় আছেন। তাকে দ্বৈত অ্যান্টি প্লাটিলেট এবং স্টাটিন এর ডোজ দেওয়া হয়েছে। আর তাকে এনজিওপ্লাস্টি করা হচ্ছে।

পাঠকগণ আপনারা প্রত্যেকেই জানেন যে সৌরভ গাঙ্গুলীর বর্তমান বয়স ৪৮ বছর। আর তিনি ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে তার দাদা স্নেহাসিশ গাঙ্গুলির গত বছরে করোনা রোগ ধরা পড়ে। আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্নেহাশীষ বাবু জানালেন,”সৌরভ গাঙ্গুলী বর্তমানে সুস্থ আছে। সিনিয়র ডাক্তাররা তাকে যত্ন করছেন। আমরা পরবর্তী খবর পেলে আপনাদেরকে জানাবো।”

Our favourite dada Sourav Ganguly suffers in mild cadiac arrest and admitted to Woodlands Hospital Kolkata
হার্ট অ্যাটাকে ICU-তে ভর্তি আমাদের প্রত্যেকের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী (Credit : ANI)

অপরদিকে সংবাদ সংস্থা অনি কে ডাক্তার রুপালি বসু জানালেন,”হেমোডায়নামিকালি দাদা এখন সুস্থ। তাকে দ্বৈত অ্যান্টি প্লেটলেট এবং স্টাটিনের ডোজ দেওয়া হয়েছে। আর তাকে প্রাথমিক এনজিওপ্লাস্টি করা হচ্ছে।

সৌরভ গাঙ্গুলীর দ্রুত সুস্থতা কামনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যুইট করেছেন। আর সেখানেই তিনি জানালেন যে সৌরভ গাঙ্গুলীর হালকা হার্ট অ্যাটাক হয়েছে। অপরদিকে দাদার অসংখ্য অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।