ভারতে হামলা চালানোর ছক কষছে পাকিস্তান

মোদির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দার নতুন রিপোর্ট। পাকিস্তানের গুপ্তচর সংস্থার গতি প্রকৃতি সম্পর্কে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খবর। তালেবান গোষ্ঠীরা নাকি ভারতে বিশাল বড় হামলার ছক তৈরি করছে। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের জালালাবাদে তালিবানি জঙ্গি কে প্রশিক্ষিত করা হচ্ছে ভারতে হামলা চালানোর জন্য। আর পাকিস্তানের সেনাবাহিনীরাই এই প্রশিক্ষণ দিয়ে চলেছে। তাদের প্রশিক্ষণ শেষ হয়ে গেলে তাদের দিয়ে নাকি কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালানো হতে পারে। রিপোর্টে আরো বলা হয়েছে, জঙ্গিদের এই দলে নাকি আফগানিস্তানের জঙ্গিও রয়েছে।

আর এজন্যই প্রচন্ড সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কাশ্মিরকে। যেকোনো পরিস্থিতিতে তারা হামলা করে বসতে পারে। জঙ্গিদের বিশেষ ধরনের আইডি বানানোর প্রশিক্ষণও দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। পিওকে গুরেজ পুষ্টির দিক থেকে ভারতে ঢোকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দারা। এছাড়াও জইশ-ই-মহম্মদ এর দুটি দল মচ্ছিল সেক্টরের নিজিয়ান এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে ।এদের উদ্দেশ্য হলো কাশ্মীরে বিশাল বড় একটি জঙ্গি হামলা সংগঠিত করা।

তবে গোয়েন্দারা বলেছেন, এই সময়ে তাদের কাশ্মীরে উপস্থিত জঙ্গি গোষ্ঠীর কাছে যথেষ্ট পরিমাণে হামলা করার সরঞ্জাম নেই। গোয়েন্দারা সতর্কবার্তা পাঠিয়েছেন কাশ্মীরের কাছে। এছাড়া তাদের গতিবিধির উপর নজর রাখা হবে বলে জানিয়েছেন তারা।

হাই বন্ধুরা, প্রতিদিনের গুরুত্বপূ্র্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *