খবরদেশবিদেশসর্বশেষ

পাকিস্তান ফের করাতে চলেছে কাশ্মীরে জঙ্গির অনুপ্রবেশ। কিন্তু কোন রাস্তা দিয়ে ?

হতে চলেছেন আরো নাশকতার পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় প্রথম সারিতে রয়েছে পাকিস্তান। এইবার উঠে এলো আবার ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর নাশকতার ছক। পাঠানকোট হামলায় যুক্ত হামলাকারীদের নেতৃত্বে পাকিস্তানে হয়ে চলছে ফের জঙ্গিদের কি ভাবে অনুপ্রবেশ করানো যায় তার ছক। (Pakistan tries to infiltrate terrorists to Kashmir in a secret path)

সময়টা ছিল ২০১৬ । এই বছরে ইরফান জাঙ্গভি, কাশিফ জান এবং শাহিদ লফিত নামের জঙ্গিরা পাঠানকোট হামলা করেছিল। এইরকম একটি অপরাধের জন্য এই সব জঙ্গিদের বিরুদ্ধে কোনো রকম শাস্তি মূলক পদক্ষেপ পাকিস্তান নেয়নি, উপরন্তু আবার ছক করা হচ্ছে এদেশে জঙ্গিদের প্রবেশ ঘটানোর।

গোয়েন্দারা তথ্যের ওপর ভিত্তি করে জানা যায় শিয়ালকোট-সাকড়াগড় ও ভিমবার-সামানি এই সমস্ত এলাকাগুলো ধরে পাকিস্তান থেকে আমাদের ভারতে জঙ্গি প্রবেশ করানোর পরিকল্পনা তৈরি হচ্ছে। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে পাকিস্তানের অনেক জঙ্গি সংগঠন। (Pakistan jongi’s tries to infiltrate from Sialkot- Shakargarh and Bhimber-Samani)

২০১৮ সালে ঝাঝঝার কোটলির রাস্তাকে ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করেছিল। ২০১৬ সালে সাকড়াগড় এলাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করে এবং পাঠানকোটের উপর হামলা চালায়। পাকিস্তান এইভাবেই নানারকম পরিকল্পনার মাধ্যমে জঙ্গিদের এদেশে প্রবেশের ব্যবস্থা চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে ভিমবার সেক্টরে হুজি শিবির তাদের ক্ষমতার প্রকাশ ক্রমশ দেখিয়ে যাচ্ছেন। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে হুজি শিবিরের প্রধান নেতা হলেন লাসারউল্লাহ মাসুদ লাংগ্রিয়াল, এই জঙ্গি নেতা দায়িত্ব ভার তুলে নেন ভারতে জঙ্গিদের প্রবেশ ঘটানোর। (Huji leader- Nasarullah Masud Langrial)

এই ব্যাপারে হুজি শিবিরের নেতা সঙ্গে আলোচনা চলেছে নানান শিবিরের সেটা গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে।

তবে বারবার এরকম পাকিস্তানের পরিকল্পনা করার পরিণাম অবশেষে কি হবে সেটা সত্যি ভাববার বিষয়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।