কলকাতারাজ্যসর্বশেষ

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের বেহাল দশা দেখে ক্ষুব্ধ সাধারন মানুষ

টানা বৃষ্টিতে একেবারেই বেহাল অবস্থা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের। বহুদিন ধরেই রাস্তার খারাপ অবস্থা নিয়ে অভিযোগ রাস্তার ব্যবহারকারীরা। এবার দক্ষিনেশ্বর থেকে বরানগর স্টেশনের মাঝখানের রাস্তা খারাপ হতে শুরু করল (Dakshineswar to Baranagar Railway station road becomes worse day by day)। কিছুদিন আগে এই রাস্তাটি সারানো হয়েছিল। যে অংশটি সারানো হয়েছিল সেটি বিমানবন্দর এবং যশোর রোডের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের একটি প্রান্ত (Belgharia Expressway near airport and Jessore Road)। কিন্তু আবার রাস্তা খারাপ হয়ে যাবার ফলে বেড়ে গেল দুর্ঘটনা হবার আশঙ্কা। সবথেকে বেশি চিন্তায় পড়ে গেছে নিত্যযাত্রীরা।

ঠিক একমাস আগে বৃষ্টির মধ্যে রাস্তা সরানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই আবার তার বাস্তব রুপ ফিরে চলে আসে। বহু গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন টোল কেটে। স্বাভাবিকভাবেই রাস্তার বেহাল দশা দেখে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা (People are angry to see poor condition of belghoria expressway)।

poor condition of belghoria expressway
বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের বেহাল দশা (ফটো ক্রেডিটঃ ইউটিউব এবং টাইমস অফ ইন্ডিয়া)

এখানকার খানাখন্দ গুলো দূর থেকে দেখলে মনে হবে ছোট ছোট জলাশয়। two-wheeler নিয়ে আসার সময় বুঝতে না পেরে পাশ কাটাতে গিয়ে হয়ে যায় বড়সড় দুর্ঘটনা।

এছাড়া বেশ কয়েকটি লরি খারাপ হয়ে গেছে রাস্তা দিয়ে চলাচল করার সময়। সবকিছু মিলিয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে রাস্তায়। স্থানীয় বাসিন্দা সমির বরন সাহা জানিয়েছেন,”একাধিকবার আবেদন করার পরেও কোনরকম সুরাহা পাওয়া যাচ্ছে না। বারবার বৃষ্টি শুরু হবার ফলে বিপদের ঝুঁকি বেড়ে যাচ্ছে”।

রাস্তা খারাপ থাকা সত্ত্বেও প্রতিদিন ব্যাপক পরিমাণে ওভারলোডেড গাড়ি চলাচল করছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবশ্য রাস্তা খারাপ হবার পেছনে কারন দেখিয়েছেন ওভারলোডিং কে।

এছাড়াও বৃষ্টিতে জল জমে গেলে খানাখন্দ বোঝার উপায় থাকেনা নিত্যযাত্রীদের। নিকাশি ব্যবস্থা একেবারেই খারাপ থাকার কারণে অল্প বৃষ্টিতে জল জমে যায় এই রাস্তায়। এই প্রসঙ্গে এন এইচ আই এর প্রজেক্ট দিরেক্টর জানিয়েছেন, অনেকদিন ধরেই মেট্রোর কাজ চলছে। নিকাশি ব্যবস্থার কাজ আটকে আছে। কিছুদিন আগেই টেন্ডার ডাকা হয়েছে। এর মধ্যে বৃষ্টি চলে আসায় আমাদের পক্ষে কাজ করতে ব্যাপক অসুবিধা হচ্ছে। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে পারব”।

তবে এই আশ্বাস একেবারেই খুশি করতে পারছেনা স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীদের।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।