খবরবিনোদনসর্বশেষ

“মানুষের কাজ নেই বলে ভুলভাল কথা বলছে”- কারিনা কাপুর খান

সুশান্তের মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রি কালো দিন সকলের কাছে স্পষ্ট হয়ে যায়। একদিকে স্বজনপোষণ অন্যদিকে মাদক চক্র,সবকিছু নিয়ে এক কথায় বলা যেতে পারে বলিউড ইন্ডাস্ট্রির অবস্থা জেরবার। নেটিজেনদের বিদ্রূপের সম্মুখীন হতে হয়েছে বহু অভিনেতা-অভিনেত্রীদের। এতটাই বিরক্ত হয়েছেন সকলে,যার ফলে নিজেদের কমেন্ট বক্স অফ করে রাখতে বাধ্য হয়েছিলেন তারা। (Bollywood News: People are wasting time on social media as they have no work says Kareena Kapoor Khan)

কিন্তু এরই মাঝে কিছুকিছু অভিনেতা-অভিনেত্রীরা এই সমস্ত নিয়ে কথা বলেছেন। এনাদের মধ্যে সবার আগে সোচ্চার হয়েছিলেন কারিনা কাপুর খান। তিনি রীতিমতো বিরক্ত হয়ে বলেছিলেন যে, যদি ভালো না লাগে, কেউ যেনো সিনেমা হলে না আসে।

তিনি সম্প্রতি অনলাইন ট্রলিং নিয়ে কথা বলতে গিয়ে আরো বলেন যে, যা কিছু হয়েছে, তার জন্য প্রধান দায়ী এই মহামারী। বাড়িতে বসে বসে মানুষ বিরক্ত হয়ে পড়েছে। কী করবে বুঝে উঠতে পারছে না। চলতি বছরে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে মানুষ অধৈর্য হয়ে পড়েছে। হাতে অন্য কাজ না থাকাতে সোশ্যাল মিডিয়াতে আঁকড়ে ধরতে চাইছে সাধারন মানুষ। বেশিরভাগ সময় মানুষের কেটে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একমাত্র উপহাস করা যায় যার থেকে কোনরকম সমান এবং বিপরীত প্রতিক্রিয়া পাওয়া যায় না।

অনলাইন ট্রেনিং বিষয়ে মুখ খোলার পাশাপাশি স্বজনপোষণ নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেছেন যে, বহু স্টার কিড বহু বছর ধরে সিনেমায় কাজ করে যাচ্ছেন। কোনদিন তাদের নিয়ে কোনো রকম আপত্তি তোলেননি কেউ। এরপর তিনি নিজের কথা বলতে গিয়ে বললেন,তিনি প্রায় ২১ বছর বলিউডে কাজ করছেন। তারকা সন্তান হয়ে যদি তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতেন তাহলে এতদিন তিনি টিকে থাকতে পারতেন না। মানুষ তাকে তার কাজের জন্য ভালোবাসে।

এছাড়া তিনি আরো বলেছেন,যদি কারোর মনে হয় যে স্বজনপোষণ করার জন্য আমরা ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পেরেছি, তাহলে দরকার নেই আমাদের সিনেমা দেখা। শুধুমাত্র স্বজনপোষনের দ্বারা কেউ দীর্ঘদিন বলিউড ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে থাকতে পারে না।এই সমস্ত ভুলভাল মানসিকতার শিকার না হয়ে ভালো কথা বলতে শিখুন। এত জল ঘোলা করার কোন মানে হয় না।

People are wasting time on social media as they have no work says Kareena Kapoor
“মানুষের কাজ নেই বলে ভুলভাল কথা বলছে”- কারিনা কাপুর খান (Instagram Photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।