দেশরাজ্যসর্বশেষ

বন্যা পরিস্থিতিতে ত্রাণ না পাওয়ায় বিক্ষোভ উত্তর বিহারে

অতিরিক্ত বৃষ্টি এবং উপচে পড়া বাঁধের জল, এই দুই আতঙ্কে দিশেহারা উত্তর বিহারের বন‍্যা কবলিত মানুষ। এই প্রতিকূল অবস্থায় সরকারি তরফে কোনও সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ অসহায় গ্রামবাসীদের।

গত ছয় দিন ধরে জলের নিচে উত্তর বিহারের বিস্তীর্ণ এলাকা। প্রতি বাড়িতে বন্যার জল প্রবেশ করায় গৃহহীন অধিকাংশ মানুষ। এরপরও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সেই পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী পাওয়া বিলাসিতা সঙ্গে তুলনা করছেন বাসিন্দারা। যোগেন্দ্র যাদব, জিতেন্দ্র শাহ, শংকর প্যাটেল, নাভাল সাহানি, রূপচাঁদ গৌড় প্রমূখ বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন সরকারের এরকম উদাসীনতা‌র বিরুদ্ধে।

বন‍্যা পরিস্থিতি এতটাই মারাত্মক হয়ে দাঁড়িয়েছে যে বাঘাহার মধুবাণী ব্লকের মানুষজন খাদ্য সংকটে ভুগছেন। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী জোগাড় করতে পারছেন না ওখানকার বাসিন্দারা। বাড়ি ভেসে যাওয়ার ঘটনা বারবার প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ।

সম্প্রতি প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বাসিন্দাদের অভিযোগ ভগবানের ভরসায় তাদের ভবিষ্যৎ ছেড়ে দিয়েছেন সরকারপক্ষ।

করোনা মহামারী পরিস্থিতি ও ভয়াবহ বন্যা এই দুই সংকটে কার্যত দিশাহীন উত্তর বিহারবাসী। যেখানে তাদের একমাত্র ভরসা ছিল সরকারি সাহায্য বা ত্রাণ। সেখান থেকেই বঞ্চিত হয়েছেন তারা। এর ফলে তারা আঞ্চলিক কার্যালয়ে অনশন ধর্মঘট শুরু করবেন বলে জানিয়েছেন বন্যায় সর্বহারা মানুষজন। দাবি করেছেন বন্যার ত্রাণ হিসেবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু অর্থ প্রদান করা হোক। সব মিলিয়ে বলা যায় সরকারের এরূপ উদাসীন মনোভাবে ক্ষুব্ধ উত্তর বিহারের বন্যা কবলিত মানুষ।