ক্রিকেটখবরখেলাসর্বশেষ

শোয়েব আখতারের মন্তব্যকে নিয়ে শুরু হল তুমুল নিন্দার ঝড়

পাকিস্তানের একটি পুরোনো সাংবাদিক সাক্ষাৎকারে শোয়েব আখতারের সাক্ষাৎকারকে তৈরি হল এবার মন্তব্যের ঝড়। সেই সাক্ষাৎকারে শোয়েব এমন একটি কথা বলেছিলেন যা মনে পড়লেই প্রত্যেকটা মানুষের মধ্যে হাসির পরিস্থিতি সৃষ্টি হয়। সাক্ষাৎকারের ভিডিওটি অনেক পুরনো হলেও তখনই সেই ভিডিওটি সকলের সামনে যখনই আসে তখনই এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায় সকলের মধ্যে, প্রচন্ড নিন্দার সম্মুখীন হতে হয় শোয়েবকে। (People trolls Pak cricketer Shoaib Akhtar due to his comment on Kashmir)

পাকিস্তানের একটি সাংবাদিক সাক্ষাৎকারে ডাকা হয়েছিল ক্রিকেটার শোয়েবকে সেখানে একজন মহিলা সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল একটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে বলে তিনি বলেছিলেন,” বইতে লেখা রয়েছে একদিন ঠিক আমাদের পাকিস্তান ভারতবর্ষকে দখল করতে পারবে কারণ পাকিস্তানের ফৌজ হলো মধ্য এশিয়ার সবথেকে লড়াকু ফৌজ”

তিনি আরো বলেন বহু পুরনো বইতেই এই লেখা রয়েছে। সেখানে রয়েছে সমস্ত সম্প্রদায়ের মানুষকে হারিয়ে দিয়ে একদিন নান সমস্তকিছু জয় করে নেবে ভারতবর্ষকে ও পুরোপুরি মুসলিম দেশে পরিণত করবে। তিনি আরো বলেন যে এই সমস্ত কথা বইয়ের পাতায় লেখা। একদিন যুদ্ধ হবে এবং প্রচুর রক্তপাত হবে, প্রথমে সিরিয়া এবং তারপর আফগানিস্তান সমস্ত জায়গার মানুষেরা ভারতকে দখল করার জন্য যুদ্ধ করবে।

তিনি বলেন যে, সবার প্রথমে পাকসেনাদের যা করা উচিত সেটা হল কাশ্মীর দখল। তিনি আরো বলেন যে কাশ্মীরের ওপর অত্যাচার করছে ভারত। তবে তার এই ধরনের দাবি অনেকেই মানতে পারেননি।

ইসলামিক স্কলাররা বলেন যে, যে সমস্ত কথা শোয়েব বলেছেন সেগুলো কোনটাই বইতে লেখা নেই। ভারতে কোনরকম সাম্প্রদায়িকতা নিয়ে সমস্যা নেই, তাই যুদ্ধ বাঁধবে বলে তাদের মনে হয় না। পাকিস্তান বাদে ও ভারতের অনেকেই শোয়েব কে পছন্দ করে কিন্তু শোয়েবের এই ধরনের মন্তব্য তাকে অনেকটাই নিন্দার মুখে ফেলেছে বলেই সকলে মনে করছেন।

People trolls Pak cricketer Shoaib Akhtar due to his comment
শোয়েব আখতারের মন্তব্যকে নিয়ে এইবার শুরু হল তুমুল নিন্দার ঝড় (Credit : @TheFastestBowler on Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।