অপরাধখবরবিদেশভাইরালসর্বশেষ

Peru Police Kisses a Girl : নিয়ম ভাঙার জন্য তরুণীকে চুম্বন খেলো পুলিশ, দেখুন ভাইরাল ভিডিও

প্রতিনিয়ত আমরা যে সমস্ত ভিডিও গুলো দেখতে চাই তার মধ্যে কিছু খবর চমকে ও দেয় মানুষকে। যা শুনে মনে হয় বর্তমান প্রশাসন মানুষের সঠিক পরিচালিত করছে না। কারণ পুলিশের কাজই মানুষকে সঠিকভাবে পরিচালনা করা কিন্তু সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেছে তা হলো, দক্ষিণ আমেরিকার দেশ পেরু তে অবাক করা ঘটনা ঘটে গেছে। (World Viral News : Peru, South America police does this with that girl for breaking the rule)

যেখানে আমরা দীর্ঘ আট ন মাস লকডাউনের জীবন অতিবাহিত করে এসেছি, নিয়ম বিধি না মানায় জরিমানা পর্যন্ত দেখেছি, সেখানে পেরুতে এক মহিলা কোভিদ নিয়ম-নীতি না মানায় পুলিশ তাকে একটি চুমু দিয়ে তা থেকে মুক্তি দেয়। (Covid niyom na manay taruni ke chumu khelen police)

সে ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। সেখানে দেখা যাচ্ছে পুলিশটি সেই তরুণীকে কোভিদ নিয়ম ভাঙায় হাতেনাতে ধরে। কিন্তু পুলিশ কর্মীটি সেই তরুণীটিকে জরিমানা করার বদলে একটি চুমু খেয়ে ছেড়ে দিয়েছে। এই ভিডিওটি একটি টিভি চ্যানেলে দেখানো হয়েছে ইতিমধ্যে যার ফলে প্রচুর আলোড়ন সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

কর্তব্যরত পুলিশ কে বরখাস্ত করা হয়েছে। পেরুর রাজধানী লিমার আধিকারিকরা অবশ্য এ বিষয়ে তদন্ত শুরু করেছে। কিভাবে কোভিদ আইন অমান্য করার জরিমানা তিনি একটি চুমুর মাধ্যমে দফারফা করতে পারেন সেটি তার কাছে প্রশ্ন করা হয়েছে। (chumu khaowar video)

তবে এ প্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন এই মামলা সামনে আসার পর আমাদের মেয়র লুইস মলিনে তৎক্ষণাৎ পুলিশকর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

অজ্ঞাত পরিচয় তরুণী নিয়ম লঙ্ঘন করছিল সেই সময় পুলিশ কর্মী কিভাবে তাকে সেই আইন লংঘন করার অনুমতি দেয়। শুধুমাত্র তাই নয় তার পরের ঘটনা যা ঘটে তার চমকে দেবার মত পুলিশকর্মী মাক্স খুলে তরুণীকে চুমু দেয় এ বিষয় নিয়ে সরগরম হয়েছে গোটা দুনিয়া।

peru police does this with that girl for breaking the rule
Peru Police Kisses a Girl : নিয়ম ভাঙার জন্য তরুণীকে চুম্বন খেলো পুলিশ, দেখুন ভাইরাল ভিডিও