বিদেশসর্বশেষ

বিষ ভর্তি খাম গেল হোয়াইট হাউসে, তদন্ত শুরু মার্কিন গোয়েন্দা সংস্থার

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে খামের মধ্যে করে পাঠানো হলো মারাত্মক বিষ। এরপরই তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ওইখামে রাইসিন নামে এক ধরনের বিষ ভর্তি করা ছিল। সেটাই পাঠানোর হয়েছিল প্রেসিডেন্টের বাসভবনে (Poisonous envelope reaches in the White House- investigation started)।

সূত্রের খবর, খামটি পাঠানো হয় কানাডা থেকে। হোয়াইট হাউসে পৌঁছাবার আগেই যেকোনো অফিশিয়াল খাম প্রথমে সরকারি মেল সেন্টারে পৌঁছায়। সেখানেই বিষয়টি প্রথম নজরে আসে। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে এফবিআই, ইউএস সিক্রেট সার্ভিস ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস।

the white house in america
আমেরিকার হোয়াইট হাউস (ক্রেডিট: গুগোল)

এই ঘটনায় এখনও পর্যন্ত কোন মানুষের বিপদ হয়নি বলে জানানো হয়েছে মার্কিন গোয়েন্দা তরফে। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি সিক্রেট সার্ভিস। রাইসিন নামক ক্ষতিকারক পদার্থটি প্রাকৃতিকভাবেই খুব সহজলভ্য। এটিকে রাসায়নিক অস্ত্রে পরিণত করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন। এই বিষের সংস্পর্শে আসার ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে সংস্পর্শে আসা ব্যক্তির। খুব সামান্য পরিমাণে এই বিষ কাজ করে দ্রুত। এই বিষের কোন অ্যান্টিডোটের আবিষ্কার এখনো করা যায়নি।

খামে ভরে বিষ পাঠানোর ঘটনা নতুন নয়, এর আগে ২০১৮ সালে উ‌ইলিয়াম ক্লাইভ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল এই অপরাধের জেরে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় থাকাকালীন দুবার হোয়াইট হাউসে পৌঁছেছিল রাইসিন ভরা খাম। দুই ব্যক্তিকেই গ্রেপ্তার করা হয়েছিল মার্কিন গোয়েন্দা তরফে।

বারাক ওবামাকে ২০১৪ সালে বিষ পাঠানোর অপরাধে জেমস আভেরট ডাচ নামে এক ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড হয়। সেই সময় একই সঙ্গে ওই ব্যক্তি ইউএস সেনেটর ও এক বিচারপতিকে সেই বিষ পাঠিয়েছিলেন।