অপরাধকলকাতাখবর

ফ্ল্যাটের দরজা ভাঙতে উদ্ধার রামকৃষ্ণ মিশনের অধ্যাপকের মৃতদেহ – Lecturer Death in Ramkrishna Mission Belur

Kolkata Murder News : কলকাতার বুকে হলো আবার এক রহস্য মৃত্যু। রহস্য মৃত্যু হল রামকৃষ্ণ মিশনের এক অধ্যাপকের। এই ঘটনাটি ঘটেছে কলকাতার গল্ফগ্রীনে। বাসিন্দারা যখন ওই অধ্যাপক এর ফ্ল্যাট থেকে গন্ধ পায় তারপরে পুলিশকে খবর দেয়। পুলিশ যখন সেই ফ্ল্যাটের দরজা ভাঙে পুলিশ দেখে ওই অধ্যাপকের দেহটি পড়ে রয়েছে। (Police is investigating Ramkrishna Mission Guest Lecturer Udayan Mukherjee death mystery. Police finds dead body from Golf Green, Kolkata, West Bengal)

এরপর চিকিৎসার জন্য যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকরা জানায় সেই অধ্যাপক এর মৃত্যু হয়েছে। এই মৃত অধ্যাপক এর নাম হলো উদয়ন মুখোপাধ্যায়। সূত্রে জানা গেছে যে, তিনি কলকাতার গল্ফ গ্রীন এলাকায় একটি ফ্ল্যাট নিয়ে একা থাকতেন। (Udayan death mystery)

খবর নিয়ে জানা গেছে যে, উদয়ন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছিল। সেখানে তিনি বিশ্ববিদ্যালযে পড়াতেন। তার মা বাবা যখন মৃত্যু হয়ে যায় বছর দুয়েক আগে তারপরে কলকাতায় এসে চলে আসে।

কলকাতায় এসে তিনি পার্ট টাইম জব হিসেবে নেন বেলুড়ের রামকৃষ্ণ মিশনে এবং সেখানে তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াতেন। দুপুরের দিকে যখন ওই ফ্ল্যাটের থেকে গন্ধ বেরোয় তখন স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয় এবং তার পরে পুলিশ এসে যখন দরজা ভাঙে তখন দেখতে পায় যে বিছানায় পড়ে রয়েছে উদয়নের মৃতদেহটি। (Adhyapok er rahasya mrittu. RKM Lecturer Udayan dies. Udayan murder case)

এর পরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা জানায় যে উদয়ন মৃত। এরকমভাবে মৃত্যু হল কেন এই প্রশ্নটিই পুলিশ আত্মীয়-স্বজনদের করেছে। তারা জানিয়েছে যে, মানসিক অবসাদে ভুগছিলেন উদয়ন। শারীরিক সমস্যা ছিল উদয়নের। কিন্তু কোনোরকম সুইসাইড নোট ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি, সেই জন্য কোন রকম অভিযোগ দায়ের করা হয়নি থানায়। আপাতত এই বিষয়টিকে সম্পূর্ণ অস্বাভাবিক মৃত্যু বলে ঋজু করা হয়েছে।