ভাইরালরাজনীতিসর্বশেষ

২০১৫ থেকে ৫৮টি দেশে সফর প্রধানমন্ত্রী‌র, বিপুল খরচের পরিমাণ জানালো কেন্দ্র

২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী ৫৮ টি দেশে গিয়েছেন। তার এই বিদেশ সফরে খরচ হয়েছে ৫১,৭৮২ কোটি টাকা। মঙ্গলবার সংসদ অধিবেশনে কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই তথ্য। রাজ্যসভায় বিরোধীদের তরফ থেকে প্রশ্ন তোলা হয় বিদেশ সফরের প্রধানমন্ত্রী খরচ নিয়ে (Prime Minister expenses huge wealth in foreign trip, opposite party members slam Modi Ji )। সেখানেই বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরনের তরফে জানানো হয়, ২০১৫ সালের পর প্রধানমন্ত্রী পাঁচবার গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। এছাড়া তিনি সফর করেছেন চিন, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, যুক্ত আরব আমিরশাহির মত ৫৮ টি দেশে।

prime minister Narendra Modi in style
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( ফটো ক্রেডিটঃ গুগোল)

ওইসব দেশে সফরের জন্য ৫১,৭৮২ কোটি টাকা খরচ হয়েছে। প্রধানমন্ত্রীর শেষ বিদেশ সফর করেছেন গত বছর নভেম্বরে। ব্রিকসের সম্মেলনে যোগদানের জন্য তিনি গিয়েছিলেন ব্রাজিলে। নভেম্বরের প্রথম দিকে তিনি সফর করেন থাইল্যান্ড। তারপর বিশ্বজুড়ে করোনা মহামারীর ভয়াবহতার দরুন স্থগিত রয়েছে তার বিদেশ সফর।

২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দরুন খরচ করা হয়েছিল ২০০০ কোটি টাকা। বিমান খরচ, বিমানের রক্ষণাবেক্ষণ খরচ এবং হোটেল খরচ ধরা হয়েছিল ওই খাতে।

প্রাক্তন বিদেশমন্ত্রী ভি কে সিং তথ্য দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বিমান রক্ষণাবেক্ষণের বাবদ খরচ হয়েছে ১,৫৮৩ কোটি টাকা, বিমান ভাড়ার জন্য খরচ হয়েছে ৪২৯.২৫ কোটি টাকা। ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত এই খরচের হিসাব দেওয়া হয়।

হোটেল খরচের হিসাব দেওয়া হয় ৯.১১ কোটি টাকা। বহুদিন ধরেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিরোধীদের মধ্যে। বারবারই প্রশ্ন তোলা হয়েছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ নিয়ে। মঙ্গলবার অধিবেশনে সেই খরচের হিসাব দেওয়া হল কেন্দ্রের তরফে।