নব বধু বেশে আইবুড়ো ভাত খেলেন প্রমিতা, মুহূর্তে ভাইরাল ছবি
বহুদিন ধরেই তারা তাকে অপরের প্রেমে মশগুল। দীর্ঘদিন ধরে সিনেমা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই দুইজন। কথা বলছি রুদ্রজিত মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তীর। সাত ভাই চম্পা ধারাবাহিকের মাধ্যম দিয়ে তাদের দেখা হয়েছিল। এরপর আস্তে আস্তে সেই বন্ধুত্ব গভীর হয়। একইসঙ্গে আর কোন ধারাবাহিকে না দেখা গেলেও তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় নেয় নি। (Tollywood upcoming marriage News : Promita Chakrabartty eats Aiburo bhat dressing as new bride naba bodhu)
আগামী ভ্যালেন্টাইন্স ডের দিন একে অপরকে আইনগতভাবে স্বামী-স্ত্রী হিসেবে মেনে নেবেন তারা। এর মধ্যে দুর্দান্ত pre-wedding শুট করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তারা। গোলাপি কালারের লেহেঙ্গা পরে যেখানে প্রমিতা কে দেখতে লাগছে অসাধারণ, অন্যদিকে গোলাপি কালারের সেরওয়ানি পরে একই রকম দেখতে লাগছে রুদ্রজিত কে।

জীবনসাথী ধারাবাহিকে অভিনয় করেছেন রুদ্রজিত, অন্যদিকে নারান বিজ্ঞাপনের ফটোশুট নিয়ে ভীষণ ব্যস্ত প্রমিতা। এই সব কিছুর মধ্যেই আগামী দিন ঘর বাঁধতে চলেছেন তারা। বিয়ের আগে ও চরম ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন তারা।
বিয়ের আগের শপিং থেকে শুরু করে প্ল্যানিং, সবকিছু চলছে জোড় কদমে। পাল্লা দিয়ে চলছে আইবুড়ো ভাত খাবার পর্ব। ইতিমধ্যেই আইবুড়ো ভাত খাওয়ার পর্ব শুরু করে দিয়েছেন রুদ্রজিত। জীবন সাথী ধারাবাহিকে পর্যায়ে অভিনীত স্ত্রীর কাছে প্রথম আইবুড়ো ভাত খেলেন তিনি। (Promita Rudrajit bier photo)
অন্যদিকে প্রমিতা আইবুড়ো ভাত খেলেন একমাত্র সিঁদুর পরে।গা ভর্তি গয়না এবং কনের সাজে তাকে দেখতে লাগছিল অসাধারণ। এই প্রথম কেউ যিনি কনের বেশে আইবুড়ো ভাত খেলেন। তবে কাজ কে তো ফেলে দেওয়া যায় না। তাই শুটিং করতে করতেই আইবুড়ো ভাত খেতে বসে পড়লেন প্রমিতা।
কনের বেশে আইবুড়ো ভাত খাওয়ার ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন। সেই সমস্ত ছবি ভাইরাল হতে বেশি সময় নেয় নি। ইনস্টাগ্রামে তাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।