খবরটেকনোলজিসর্বশেষ

ডিসেম্বরে ভারতে ফিরতে চলেছে পাবজি গেম

পাবজি গেমের খেলোয়াড়দের জন্য এসে গেল নতুন সুখবর। আগামী ডিসেম্বর মাসেই তাদের ফোনে আবার জায়গা করে নিতে চলে আসছে পাবজি। জানা গেছে যে, ভারতে পাবজি গেম ফেরানোর জন্য ভালোমতো তোড়জোড় লেগে গেছে। (Good News for PUBG Lovers : PUBG game may return in India on December)

ভারত থেকে সেপ্টেম্বর মাসে পাবজি গেম ব্যান করা হয়েছিল। ভারত সরকার থেকে এই গেমটিকে ব্যান করে দেওয়া হলেও , ভারতের অনেক জায়গায় অনেকের ফোনেই এই গেমটি চলছিল।

কিন্তু এরপরই অক্টোবরের শেষে এই গেমটি ভারতীয় সার্ভার পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়। একটি ওয়েবসাইট থেকে জানা গেছে যে, ডিসেম্বর মাসেই পাবজি গেম আবার ফিরতে চলেছে। খুব তাড়াতাড়ি সার্ভার থেকে আসল খবরটি ঘোষণা হতে পারে।

এরই মধ্যে ভারতের অফিসে কর্পোরেট ডেভেলোপমেন্ট ডিভিশন ম্যানেজারের পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছেন পাবজি কর্পোরেশন। (PUBG jobs in India)

পাবজি সংস্থা চীনের গেম অপশন থেকে বেড়িয়ে এসে চীনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে চায়, কারণ তারা জানে, ভারতের বাজারে গেমের জন্য তাদের ব্যবসাটা অনেক ভাল হবে।

সুতরাং চীনের সাথে দ্বন্দ্বের ফলে ভারতে, চীনের অনেক গেম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রীয় সরকারে। এরপর সরকারের পক্ষ থেকে চীনের অনেক গেম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়, যার মধ্যে সকলের প্রিয় পাবজি গেম ও ছিল।

পাবজি এমন একটা গেম যা ছোট থেকে বড় উভয়েরই খুব পছন্দের। পাবজি গেম ভারতীয় সার্ভার থেকে বন্ধ করে দেওয়ার জন্য সকলেই হয়ে গেছিল হতাশ , তবে সব হতাশা কাটিয়ে আবার সকলের মোবাইলে ফিরতে চলেছে পাবজি।

PUBG game may return in India on December
ডিসেম্বরে ভারতে ফিরতে চলেছে পাবজি গেম (Credit : Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।