বিনোদনভাইরালসর্বশেষ

দীপিকার ম্যানেজারকে জেরা করবে এনসিবি ! কঙ্গনার ক্ষোভের মুখে দীপিকা

সুশান্তের মৃত্যুর পর মাদকচক্র জড়িয়ে থাকার কারণে একের পরে এক উঠে আসছে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের নাম। ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তী কে মাদক চক্র জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে (NCB arrested Rhea and her brother Showik)। সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের পর এবার উঠে এলো দীপিকা পাডুকোনের নাম (After Sara Ali Khan and Shraddha Kapoor,the name of Deepika Padukone found)।

রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ নিয়ে তদন্ত করতে গিয়ে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। তারা দেখেন যে ঝরা সাহাবলি একজন মহিলার সঙ্গে নিয়মিত কথা হত রিয়ার। তাদের সঙ্গে ড্রাগের বিষয়েও কথা বলতে দেখা গেছে।

এ ভাষার সঙ্গে একটি ওয়াট্সএপ গ্রুপে এমন দুজনকে থাকতে দেখা গেছে যাদের নাম ছিল D ও K। এই D অর্থাৎ দীপিকা এবং K অর্থাৎ কারিশমা। কারিশমা অর্থাৎ কারিশমা কাপুর নয়, কারিশমা নামের মেয়েটি হল একটি ট্যালেন্ট ম্যানেজমেন্টে এজেন্সি কর্মী। ইনি দীপিকার ম্যানেজার বলেও জানা গেছে। এই সূত্রে জড়িত থাকার কারণে মঙ্গলবার কারিশমাকে তলব করেছিল নারকোটিকস বিউরো।

actress Kangana strongly attacks Deepika
দীপিকাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কঙ্গনা (ফটো ক্রেডিটঃ গুগোল)

চলতি সপ্তাহে দীপিকা পাডুকোনকে তলব করা হবে বলে জানা গিয়েছে সূত্র থেকে। রিয়া চক্রবর্তীর ফোন থেকে চ্যাট থেকে জানতে পারা গেছে যে, দীপিকা পাডুকোন একটি বিশেষ ধরনের ড্রাগ চাইছেন। তা নিয়ে শুরু হয়েছে কথোপকথন।

মাদকচক্রের দীপিকা পাডুকোন এর নাম প্রকাশ্যে আসার পরেই শুরু হয়ে যায় শোরগোল। দীপিকার নাম প্রকাশে আসতেই পদ্মাবতী অভিনেত্রীকে ব্যঙ্গ করেন কঙ্গনা রানাওয়াত (Kangana slams ‘Padmaavat’ actress Deepika Padukone)। কঙ্গনা তার ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে,দীপিকার মতো একজন হাইপ্রোফাইল স্টার কিভাবে তার ম্যানেজার কি মাদক নিয়ে এইভাবে প্রশ্ন করতে পারেন তা জেনে খুবই আশ্চর্য লাগছে। একজন উচ্চশিক্ষিতা ভালো ঘরের মেয়ে হয়ে দীপিকা কিভাবে ম্যানেজার কে “মাল হে কেয়া” বলে প্রশ্ন করতে পারেন?

দীপিকা পাডুকন,সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর এর পর আর কার নাম উঠে আসতে চলেছে এই মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার জন্য, তা দেখা একমাত্র সময়ের অপেক্ষা (365 Reporter Bangla Entertainment News)

জেরার মুখে পড়ে রিয়া চক্রবর্তী আরো জানিয়েছিলেন যে, রকুল প্রীত সিং (Rakul Preet Singh) এবং সিমন খাম্বাত্তা ড্রাগ নিতেন। এদিকে রিয়া চক্রবর্তীর মামলা তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা আরো দেখেছেন যে এর সঙ্গে আন্তর্জাতিক স্তরের যোগ রয়েছে। রিয়া চক্রবর্তী জানিয়েছেন যে,দুবাইয়ের পাচারকারীদের কিংবা জঙ্গি সংগঠন গুলির মাধ্যমে বিভিন্নভাবে ঢুকে যাচ্ছে ভারতবর্ষে। প্রতি কেজি মারিযুনার দাম হল ৮ লক্ষ টাকা।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।