খবরদেশসর্বশেষ

লোকাল ট্রেন চালু করার আগে কথা বলতে হবে রাজ্য সরকারের সাথে, মত রেল কর্তৃপক্ষের

লোকাল ট্রেন চলাচল নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। রেলের মতামত অনুযায়ী জানা গেছে, রাজ্য সরকারের সাথে বসে অপারেটিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করে তবেই রেল আবার লোকাল ট্রেন চলাচল শুরু করবে রাজ্যে। ভি কে যাদব অর্থাৎ রেল বোর্ডের চেয়ারম্যান (Chairman of the Rail Board, V K Yadav) বৃহস্পতিবার তার মন্তব্যে জানিয়েছেন “এসওপি” তৈরি করে তবেই রেল লোকাল ট্রেন চলাচলের বিষয়ে পদক্ষেপ নেবে (Rail Authority urges to talk with states before starting local train)।

মঙ্গলবার “যৌথ প্রটোকল” তৈরি করার বিষয়ে বিস্তর আলোচনা করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার। রেল মন্ত্রক জানিয়েছেন কেন্দ্রে তরফ থেকে এখনো কিছু প্রতুত্তর পাওয়া যায়নি।

local train west bengal
রাজ্যের লোকাল ট্রেন

অবশ্য রাজ্য সরকার তার মন্তব্যে জানিয়েছেন লোকাল ট্রেন চালু করার বিষয় নিয়ে ভাবনাচিন্তা টি পুজোর পর থেকে করা যেতে পারে কারন কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে দুর্গাপূজা, এরইমধ্যে লোকাল ট্রেন চলাচল শুরু করে দিলে পূজা মন্ডল খুলিতে ভিড় যথেষ্ট পরিমাণ বেড়ে যাবে তাই পূজার পরে এইরূপ পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন রাজ্য সরকার।

ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন একাধিক দল। এমনকি বিভিন্ন দলকে শহরতলীর একাধিক রেলস্টেশনে লোকাল ট্রেন চালু করা নিয়ে বিক্ষোভ করতেও দেখা গেছে। তবে রাজ্য সরকার বেশি প্রাধান্য দিচ্ছেন করোনা আটকানোর বিষয়ে তাই পুজোর মুখে ট্রেন চলাচল শুরু করতে নারাজ।

মুম্বাই ইতিমধ্যেই লোকাল ট্রেন চলাচল শুরু হয়ে গেছে এবং সে ক্ষেত্রে লোকাল পুলিশরা ভিড় সামলানোর দায়িত্ব নিয়েছেন। কলকাতার মেট্রো পরিষেবা শুরু করা হয়েছে কিন্তু সে বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে যে সর্বাধিক কত মানুষ মেট্রোতে যাতায়াত করতে পারবে। একইরকমভাবে লোকাল ট্রেন চালু করার পর সর্বাধিক কতজন কে মানুষ দূরত্ব বজায় রেখে যাতায়াত করতে পারবে সে বিষয়ে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যতক্ষণ না দেশে ট্রেন চলাচল স্বাভাবিক পর্যায়ে আসছে ততক্ষণ নতুন টাইম টেবিল দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে আরও জানানো হয়েছে যে, কোনরূপ নির্দিষ্ট দিন ধার্য করা হয়নি রেল পরিষেবা স্বাভাবিক ভাবে শুরু করার বিষয় (Local train new time table)।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।