বিনোদনভাইরালসর্বশেষ

আপনারা কি জানেন রানী মুখার্জির প্রথম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ?

উনিশ শতকের বিখ্যাত একটি সিনেমার নাম হলো বিয়ের ফুল। তখনকার সময়ে এই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করে থাকতেন বহু মানুষ।এই সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। আজও মানুষের মনে একইভাবে জায়গা করে রেখেছে বিয়ের ফুল সিনেমাটি। (Cinema News: Rani Mukherjee first movie Biyer Phool and 1st hero is Prosenjit Chatterjee)

সম্প্রতি স্মৃতি রোমন্থন করতে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে।বিয়ের ফুল ছবির একটি গান রবিবার ছুটির দিনে সকলের সঙ্গে ভাগ করে নিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই গানের মধ্যে দিয়ে তিনি চলে গেলেন স্মৃতি রোমন্থন করতে। মন আমার নতুন এক মস্তানি শিখেছে, গানটি শুনলে যেন এখনও তরুণ-তরুণীদের মনে জাগে প্রেমের সঞ্চার। (Rani Mukherjee 1st movie Name – Biyer Ful. Rani Mukherjee 1st hero name – Prosenjit)

সম্ভবত এই বাংলা ছবির হাত ধরেই অভিনয় জগতে পদার্পণ হয়েছিল রানি মুখোপাধ্যায় এর।রানী মুখার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছিলেন ইন্দ্রানী হালদার এবং সব্যসাচী চক্রবর্তী। এই সিনেমাতে পরিচালক ছিলেন রানীর বাবা রাম মুখোপাধ্যায়। ছবির প্রযোজক ছিলেন রানীর দাদা রাজা মুখোপাধ্যায়।

তবে এটা বোঝাই আমরা অনেকেই জানি না যে রানী মুখার্জির বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রাক্তন মেসোমশাই হন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী দেবশ্রী রায় ছিলেন রানীর নিজের মাসী। তবে যে পরিস্থিতিই হোক না কেন এই সিনেমাটি আজও আমাদের মনে এটি আলাদা জায়গা করে রেখেছে।

আজ রানী মুখার্জি এবং প্রসেনজিৎ দুজনেই নিজ নিজ ক্ষেত্রে খ্যাতির শিরোনামে পৌঁছে গেছেন কিন্তু তবুও এই সিনেমাটি স্মৃতি তাদের কাছে এখনো তরতাজা হয়ে রয়েছে। কোনদিন আমাদের কাছে এই সিনেমাটি অথবা এর গান পুরনো হবে না। প্রসেনজিৎ এবং রানী মুখার্জির অভিনয় আজও আমাদের মুখে হাসি ফুটিয়ে দেয়।

rani mukherjee first movie and 1st hero is prosenjit
আপনারা কি জানেন রানী মুখার্জির প্রথম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ?