খবরভাইরালরাজ্যসর্বশেষ

এবার বর্ধমান থেকে উদ্ধার হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ

Bardhaman : এ বছরের জুলাই মাসে উড়িষ্যার বালেশ্বর থেকে এরকম একটি হলুদ রঙের কচ্ছপ পাওয়া গিয়েছিল। আর এবার একই ঘটনা ঘটল বর্ধমান এ। বর্ধমান থেকে পাওয়া গেল হলুদ বর্ণের কচ্ছপ। আর এই ঘটনাটি ঘটেছে দেওয়ান দিঘি থানার দাসপুরে। আর এরকম বিরল প্রজাতির কচ্ছপ পেয়েছেন বামদেব ভট্টাচার্য। (A rare Yellow Turtle is found by Bamdev Bhattacharya in Daspur, Dewandighi thana, Burdwan-1, Bardhaman, West Bengal, 713102)

সূত্র মতে, বামদেব বাবু পুকুরে মাছ ধরতে নেমে ছিলেন। তখনই তিনি হলুদ বর্ণের একটি জীব দেখতে পান। তিনি কাছে গিয়ে বুঝতে পারেন ওটা একটি কচ্ছপ। আর স্বাভাবিক ভাবে তার আনন্দে আত্মহারা হওয়ার উপক্রম। (Bardhaman, West Bengal News : Holud ronger birol projatir kocchop)

বিশেষজ্ঞদের মতে, এই কচ্ছপটি মূলত ইন্ডিয়ান সফট সেল প্রজাতির। কচ্ছপ খাল বিল নদী পুকুরে সাধারণত দেখা যায় কিন্তু এই রঙের কচ্ছপ খুব রেয়ার। ওড়িশার ওয়াইল্ড লাইফের ওয়ার্ডেন জানালেন, এর আগে এরকম রঙের কচ্ছপ তারা দেখেননি। আর জিনের পারমুটেশন কম্বিনেশন কারণে নাকি এরকম বর্ণ হয়ে থাকে। (Yellow Turtle in a class of soft cell)

অপরদিকে রাজ্যের দক্ষিণ-পূর্ব চক্রের ফরেস্ট অফিসার কল্যাণ দাস গুরুত্বপূর্ণ তথ্য জানালেন। তার মতে, এটি আলবিনো গোষ্ঠীর মধ্যে পড়ছে। তিনি উদাহরণ হিসেবে চিতাবাঘের কথা তুলে ধরলেন। তিনি জানালেন, ব্ল্যাক প্যান্থার মূলত চিতাবাঘ। তবে পিগমেন্ট এ তারতম্যের ফলে রং কাল দেখতে পাই আমরা। অপরদিকে সাদা কাক, সাদা বাঘ সবই কিন্তু আলবিনো। (Albino turtle- says IFS Kalyan Das)

এই প্রজাতি আনকমন নয়। তবে এই ঘটনাটি দুর্লভ। আর তাই বামদেব ভট্টাচার্য বন্যপ্রাণী বিশারদ সুব্রত পাল চৌধুরীর সঙ্গে কন্টাক্ট করেন। সুব্রত বাবু জানান,”আমি বহু পূর্বে এরকম একটা কচ্ছপ দেখেছিলাম।” তিনি এই কচ্ছপকে বর্ধমানের চিড়িয়াখানা রমনাবাগান থেকে পরীক্ষা করার কথা বললেন।

a rare yellow tortoise found in daspur bardhaman
এবার বর্ধমান থেকে উদ্ধার হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ (Credit : Twitter)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।