খবরদেশসর্বশেষ

ইলেকট্রিক তারে পুড়ে যায় হাত – তবুও হাল ছাড়েননি প্রগতি, পড়ুন জীবন যুদ্ধের কথা

আমরা নারী, আমরাই পারি। এই কথাটাকে আরো একবার সত্যি করে দিলেন উত্তরপ্রদেশের একজন তরুণী। 2010 সালে তার জীবন আমূল পরিবর্তন হয়ে যায় একটি দুর্ঘটনার ফলে। ইলেকট্রিক তারে হাত পুড়ে যায় তার। বাদ দিয়ে দিতে হয়েছিল দুটি হাত। একটি ঝড় যেন জীবনটাকে ওলট পালট করে দিয়ে গেল। শুরু হয়ে গেল বেঁচে থাকার জন্য লড়াই। (International Women’s Day 2021 : Read the struggle of this special girl Pragati from Uttar Pradesh)

তবে হাত না থাকলেও জীবনে বেঁচে থাকার রসদ একেবারেই ফুরিয়ে যায়নি তার। মনের জোর এবং উদ্দাম ইচ্ছা তাকে বাঁচিয়ে রেখেছিল প্রতিনিয়ত। উত্তরপ্রদেশের প্রগতির দুটি হাত দেবার পর তিনি নতুন ভাবে বেঁচে থাকার জন্য গান গাইতে শুরু করেন। (Uttar Pradesh er ei bisesh meye Pragati r jibon juddher golpo porun)

ছাত্রদের পড়ার তার বিশেষ ক্ষমতার বলে। এইভাবে জীবনে একটি রোজগারের পথ খুলে যায় তার। একইসঙ্গে চলতে থাকে তার নিজের পড়াশুনা। ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। ছাত্রদের পাশাপাশি নিজের পড়াশোনা তে মন দিতে ক্লান্ত বোধ হয় না তার।

প্রগতির কথাতে, আমি ছাত্রদের পরিয়ে নিজের খরচ চালাই। আমার ব্যাংকে চাকরি করার খুব ইচ্ছা। তার জন্যই আমি প্রস্তুতি নিতে শুরু করেছি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটাই কথা বলার আছে, মহিলারা শুধুমাত্র পারিবারিক জীবন নয়, একইসঙ্গে সামলে চলেছেন তাদের কর্মক্ষেত্র। নারীদের প্রতি বিশেষ সম্মান জানানোর জন্য পালন করতে হয় এই বিশেষ দিন।

নারী দিবস উপলক্ষে মহিলাদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন,বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সত্যি গর্বের বিষয়। আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে তিনি প্রত্যেক নারীকে কুর্নিশ জানিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্ব কত অসামান্যতা আরো একবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি তার শুভেচ্ছাবার্তাতে জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমস্ত নারীদের আমার তরফ থেকেও শুভেচ্ছা। প্রতিনিয়ত যেভাবে মহিলারা নিজের কৃতিত্ব দেখাচ্ছেন প্রতিক্ষেত্রে, তাতে করে খুব শীঘ্রই নারী এবং পুরুষ যে সমস্ত ভেদাভেদ মুছে যাবে বলেই তার বিশ্বাস।

read the struggle of this special girl pragati from uttar pradesh
ইলেকট্রিক তারে পুড়ে যায় হাত – তবুও হাল ছাড়েননি প্রগতি, পড়ুন জীবন যুদ্ধের কথা