Relationship Tips Bangla : পুরুষদের এই অদ্ভুত গুনগুলো নারীদের কাছে ভীষণ আকর্ষণীয় -Somporko
সমাজের প্রত্যেকটা মানুষ যেমন আলাদা আলাদা হয় তেমনি তাদের পছন্দও হয় আলাদা। নারী হোক কিংবা পুরুষ সকলেরই পছন্দের জিনিসগুলো সব সময় আলাদা। কথায় আছে স্ত্রী জাতি বেশ জটিল, এদের বোঝা বেশ কষ্ট। কখন কি দরকার না দরকার বা কখন কি ভালো লাগে না ভালো লাগে সেটাও নিজেরাই বুঝতে পারেনা। (365 Reporter Bangla Relationship tips in bengali : Women loves these mind boggling virtue of a male somporko – বাংলা রিলেশনশিপ টিপস)
সুতরাং আসুন একটু জেনে নেই স্ত্রীর জাতি ঠিক কী কী বিষয় গুলি বেশি পছন্দ করে। কিন্তু যেটা স্বাভাবিকভাবেই একদমই অবাস্তব। (Nari jatir advut pochondo)
১. নারীরা বেশ ছেলেদের গম্ভীর কণ্ঠস্বর পছন্দ করে এবং যেটা তাদের মতে বেশ আকর্ষনীয়। (Women loves heavy voice of male and it is so attractive to them)
২. কিছু কিছু মেয়ে আছে যাদের পছন্দ হয় ছেলেদের মুখে যদি কোনরকম কাটা দাগ থাকে তাদের মধ্যে সেটা বেশ আকর্ষণীয় তাদের কাছে। মেয়েরা পছন্দ করে সেই সমস্ত ছেলেদের যাদের চোখের পলক বেশ বড় বড় হয়।
৩. মেয়েরা ছেলেদের চোখের ভাবে বেশ আকর্ষিত হয়। তবে হ্যাঁ যদি মাশকারা ছাড়া কোন মানুষের চোখের পাপড়ি দেখতে সুন্দর লাগে সেটা সবার কাছেই বেশ আকর্ষণীয় হয়।
৪. মেয়েরা পছন্দ করে ছেলেদের সেইরকম ড্রেসআপ যেখানে, ছেলেরা শার্ট কিংবা সোয়েটার যাইহোক না কেন সেটার হাতা যদি কুনুই অব্দি গুটিয়ে রাখবে। যে সমস্ত ছেলেরা বেশ পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই সমস্ত ছেলেদের খুব পছন্দ করেন নারীরা। এছাড়া ছেলেদের ভাব ভঙ্গিতেও আকর্ষিত হয় নারীরা। (meye potanor upay)
