কলকাতাখবরবিনোদনভাইরালসর্বশেষ

প্রমান দেবে সিসিটিভি ফুটেজ, মধুচক্র কাণ্ডে বললেন সৌগত

দিনটা ছিল শনিবার, রাসবিহারী অ্যাভিনিউতে রয়েছে’ ব্লোজম থাই স্পা’। পুলিশ অভিযোগ করেন যে ওই স্পা-তে মধুচক্রের কাজ হয়। ওই স্পা থেকে পুলিশ গ্রেপ্তার করে টলিউডের অভিনেতা সৌগত বন্দোপাধ্যায় কে। সৌগতকে জামিনে ছাড়া হলেও তার উপর চলে আসে হাজার কলঙ্কের দাগ (STF- Special Task Force Kolkata Police arrests Bollywood actor Saugata Bandyopadhyay in sex racket case from Blossom Thai Spa, 128, Rash Behari Ave, Rash Behari, Park Circus, Ballygunge, Kolkata, West Bengal 700029)।

সৌগত পুরো ব্যাপারটা সম্পর্কে কিছু জানতেন না বলে জানান। তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে তিনি জানান। তিনি পুরো ঘটনা বলেন জি ২৪ ঘন্টা কে। তিনি ঘটনাটির বিস্তারিত দিয়ে বলেছেন , শনিবার ওই স্পা তে তার এবং তার স্ত্রী নয়না বন্দোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু নয়নার কাজ পরে যাওয়াতে তিনি একা যান, এবং তার পরই ঘটে যায় এত কিছু। তিনি কোনোকিছু না বোঝার আগেই পাঁচ থেকে ছয় জন এসে তাকে তল্লাশির নাম করে গ্রেপ্তার করে (Madhuchakra case- Saugata says- I have been falsely accused. He reveals every details to Zee 24 Ghanta)।

actor saugata bandyopadhyay with his wife nayana palit bandyopadhyay
বউ নয়নার সাথে অভিনেতা সৌগত (ফটো ক্রেডিটঃ ফেসবুক)

তিনি বলেন তিনি যে সব সত্যি বলছেন তার প্রমান একমাত্র দেবে সিসিটিভির ফুটেজ,যেটা দেখলেই সব সত্যি বেরিয়ে আসবে (Reply from actor saugata Bandyopadhyay after getting bail- CCTV will prove everything)।

তিনি তার দর্শকদের কাছে অনুরোধ করে বলেন, “এত তাড়াতাড়ি আমাকে ছুড়ে ফেলবেন না। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এত দিন ধরে, একটু ভরসা রাখুন সত্যি বের হয়ে আসবেই।”

অভিনেতা সৌগতর বউ নয়না বন্দোপাধ্যায় বলেন, “আমার স্বামীর ছবি নিয়ে অনেকেই খারাপ কথা বলছেন এবং এভাবে একজনের কথা শুনে এরকমভাবে ভুল বুঝে মন্তব্য করাটা উচিত নয়। টিভির ফুটেজ বেরোলেই সমস্ত কিছুর সত্যি বেরিয়ে যাবে সেদিন সৌগত শুধু মাত্র রিসেপশনে দাঁড়িয়ে কথা বলছিল এবং এটাই হয়ে গেছিল তার অপরাধ । তবে আমি প্রমাণ করেই ছাড়বো যে আমার স্বামী কোন ভুল কাজই করেনি।” (Nayana Palit Bandyopadhyay, wife of Saugata supports him)

ওই স্পা থেকে ম্যানেজার ,অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৮ জন তরুণীকে উদ্ধার করা হয়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।