খবরদেশসর্বশেষ

একেবারে ধরাশায়ী রিপাবলিক টিভি সাংবাদিক অর্ণব গোস্বামী !

মহারাষ্ট্রের কোর্ট রিপাবলিক টিভির সাংবাদিক অর্ণব গোস্বামী কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল। সূত্র মতে, ইন্টেরিয়র ডিজাইনার এনভয় নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মিস্টার গোস্বামী কে গত বুধবার তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মূলত ইতিপূর্বে এই কেস ক্লোজ করে দেওয়া হয়েছিল কিন্তু ওই আর্কিটেক্ট এর মেয়ে পুনরায় আপিল করেছিল। (Republic TV editor Arnab Goswami in the middle of the sea. Maharashtra court announces to give him judicial custody of 14 days for Anvay naik Suicide case)

আলিয়াবাগ কোর্টে গিয়ে অর্ণব গোস্বামী দাবি করেছিলেন যে মুম্বাইয়ের পুলিশ তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। তবে কোর্ট থেকে এই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়। অপরদিকে মুম্বাই পুলিশ অর্ণবকে 14 দিনের জেল হেফাজত দেওয়ার দাবি করেছিল তবে আদালত থেকে এই দাবিও নষ্যাৎ করে দেওয়া হয়েছে। (Reporter Arnab Goswami says that Mumbai Police physically harrases him on Alibag court)

ইতিমধ্যে 13 মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশগণ অর্ণব গোস্বামী কে তাদের সঙ্গে সহযোগিতা করার কথা বলছেন। এক কথায় তারা সাংবাদিক অর্ণবকে কাকুতি-মিনতি করছেন। পরবর্তীকালে পুলিশরা তাকে টেনে নিয়ে যায়। (Arnab Goswami 14 minute Video footage)

আজকে বোম্বে হাইকোর্ট অর্ণব গোস্বামীর তরফ থেকে তার মন্তব্য শুনবেন। উক্ত সাংবাদিক প্রমাণ করার চেষ্টা করবেন যে তিনি মূলত নির্দোষ, আর তার বিরুদ্ধে যে সমস্ত কেস আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত গতকাল টানা 6 ঘন্টা ধরে জেরা করা হয় মিস্টার গোস্বামী কে এবং তারপর তাকে রাত্রিবেলায় জেলে নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যে অর্ণব গোস্বামীর উকিল এই ঘটনাটিকে তাদের জয় বলে অভিহিত করছেন। এমনকি তিনি এই ঘটনাটিকে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যাচ্ছে বলে অভিহিত করছেন। তার মতে, এখানে একজন স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিককে অযথাই হেনস্থা করা হয়েছে এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে।

Republic TV editor Arnab Goswami in the middle of the sea
একেবারে ধরাশায়ী রিপাবলিক টিভি সাংবাদিক অর্ণব গোস্বামী ! (Credit : Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।