মেসির মতন দেখতে যুবক 23 জন মহিলার সাথে যৌনসম্পর্ক করায় গ্রেফতার

মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যা দেখলে বা শুনলে আপনার আমার প্রত্যেকের আক্কেল গুড়ুম হয়ে যায়। আর এরকম একটি ঘটনা ঘটে গেল ইরানে। সেখানে হুবহু মেসির মতো দেখতে একটি লোক তার অন্যায় সুবিধা নিয়ে অনৈতিকভাবে প্রচুর মহিলার সঙ্গে যৌন মিলন করেন। (Iran Viral News : Reza Parastesh, Messi lookalike takes unfair advantage with 23 women and was arrested)

হুম ঠিকই শুনেছেন। দেখতে হুবহু মেসির মতো। আপনারা তাকে দেখলে বলবেন মেসির ভাই। এনার নাম রেজা পারাস্তেস। ইরানে বাস করেন। কিন্তু এই যুবক মেসির সাথে সাদৃশ্যকে খারাপ কাজে ব্যবহার করেছেন। (Fake Messi)

শোনা গেছে, তিনি বার্সেলোনা স্টারের সাথের এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে 23 জন মহিলার সাথে যৌনসম্পর্ক করেছেন। মহিলাদের মনোভাব কি ছিলো তা বলা সম্ভব নয়। তবে অবশেষে ওই 23 জন মহিলা যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। (Messi r moto dekhte jubok 23 jon Irani mohila r sathe jouno milon korechen)

আর মহিলাদের দায়ের করা মামলা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। এমনকি বিচারকের চোখ কপালে উঠে যে দুইজনের চেহারার এরকম সাদৃশ্য দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *