বিনোদনভাইরালসর্বশেষ

৭ টি ছবিই ফ্লপ করে কেরিয়ারে চুড়ান্ত ব্যর্থ রিয়া চক্রবর্তী

গত জুন মাসের ১৪ তারিখে সুশান্ত সিং রাজপুত অকালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর চারদিকে তুমুল হৈচৈ। জল্পনা যেন থামতেই চায় না। আর এই জল্পনাতে সবথেকে বেশি সমালোচিত হচ্ছেন বাংলার মেয়ে রিয়া চক্রবর্তী। তবে পূর্বেও খবরের হেডলাইন এ থাকতো রিয়া এবং সুশান্তের নাম। প্রকৃতপক্ষে তারা দুজনের সম্পর্কে আবদ্ধ ছিলেন।

তারা দুজনে বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যেতেন। যেমন পার্টি, জিম, রেস্তোরা বিভিন্ন জায়গাতে ঘুরাঘুরির সময় মিডিয়ার লোকজন তাদের ফটো তুলে গোটা ভারতবাসীর কাছে ছড়িয়ে দিতেন। তারা দুজনে লাদাখেও গিয়েছিলেন। আর এই খবরটাও পেপারের হেডলাইনে পাওয়া গিয়েছিল। তো চলুন সংক্ষেপে জেনে নেই রিয়া চক্রবর্তী সম্পর্কে।

বেঙ্গালুরু তে বসবাসকারী একটি বাঙালি ঘরে ১৯৯২ সালের জুলাই মাসের ১ তারিখে রিয়া চক্রবর্তী জন্মগ্রহণ করেন। এরপর পড়াশোনার কাজ সম্পন্ন করেন অম্বালার আর্মি স্কুল হতে।

কেরিয়ার সর্বপ্রথম ২০০৯ সালে রুপোলি পর্দায় দেখা যায় রিয়াকে। তিনি একটি রিয়েলিটি শোতে কাজ করার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। এমটিভির একটি বিখ্যাত রিয়েলিটি শো ‘টিন ডিভা’ দিয়ে জীবিকা আরম্ভ করেন রিয়া চক্রবর্তী। আর এই শহরের কম্পিটিশনে তিনি প্রথম না হতে পারলেও দ্বিতীয় হন। এরপর আরো কয়েকটি বড় বড় অনুষ্ঠানে এংকার এর কাজ করেন রিয়া। পূর্ব থেকে এখন অবধি মোট সাত খানা বড় সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু দুঃখের কথা হলো প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

চলুন আমরা এক এক করে জেনে নেই রিয়া চক্রবর্তী অভিনীত সিনেমাগুলোর সম্পর্কে

১. তুনেগা তুনেগা(Tuneega Tuneega): ২০১২ সালে অভিনয় আসেন রিয়া (Rhea Chakraborty)। তিনি ডেবিউ করেন তেলেগু ছবি ‘তুনেগা তুনেগা’- তে অভিনয়ের মাধ্যমে। এই সিনেমাটির ডিরেক্টর হলেন এম এস রাজু (M.S. Raju) এবং নায়ক সুমন্ত(Sumanth Ashwin)। এই সিনেমাটির মূল বিষয় হল ছোটবেলাতে দুজন ছেলে মেয়ে দুজনকে প্রচণ্ড ঘৃণা করতো। কিন্তু পরবর্তীকালে তারা পরিণত বয়সে প্রেমে পড়ে যায়। তবে এই সিনেমাটি বক্সঅফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে।

২. মেরে ড্যাড কি মারুতি (Mere Dad Ki Maruti (मेरे डैड की मारुति) ): ২০১৩ সালে ‘মেরে ড্যাড কি মারুতি’ নামে একটি হিন্দি সিনেমা তে কাজ করার সুযোগ পান রিয়া। এই ছবির প্রধান স্টোরিলাইন ছিল শাকিব সালিম এবং সিনেমার গল্পের বাবা রাম কাপুর কে কেন্দ্র করে। রিয়া চক্রবর্তী ও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। সিনেমা অনুরাগীরা এই মুভিটি কে গাড়ির বিজ্ঞাপন হিসেবে অভিহিত করে। অবশেষে এই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

. সোনালী কেবল(Sonali Cable): ২০১৪ সালে এই সিনেমাটি কে রিলিজ করা হয় হলে। এই ছবিটির গল্প সোনালী নামের একটি মেয়েকে ঘিরে। মেয়েটি মুম্বাইতে ইন্টারনেট সার্ভিসের কাজ করতো। ছবিতে রিয়ার বিপক্ষে ছিল আলী ফজল। এই সিনেমাটির গানগুলি সিনেমাপ্রেমীরা খুব পছন্দ করেছিল। কিন্তু ছবিটি হিট হয়নি।

৪. হাফ গার্লফ্রেন্ড(Half Girlfriend): এই সিনেমাটির মূল চরিত্রে ছিলেন অর্জুন কাপুর(Arjun Kapoor) ও শ্রদ্ধা কাপুর(Shraddha Kapoor)। সিনেমা অনুরাগীরা এই সিনেমাটি কে খুব একটা পছন্দ করেননি। সিনেমাটির দ্বিতীয় অংশে এক ঝলকের জন্য স্ক্রিনে ছিলেন রিয়া। অর্জুন কাপুর ও তার একসাথে অভিনয় থাকলেও তাকে দর্শকেরা সেরকম ভাবে চিনতে পারেনি।

৫. দোবারা: সী ইউর এভিল (Dobaara: See Your Evil )– এটি মূলত একটি রিমেক সিনেমা। বিখ্যাত হলিউড সিনেমা অকুলাস (Oculus) এর রিমেক এটি।ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন হুমা কুরেশি (Huma Qureshi) ও তার ভাই শাকিব সালিম(Saqib Saleem)। রিয়া এই সিনেমাটিতে সহঅভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন। কিন্তু গল্পে তার চরিত্রের দৈর্ঘ্য খুবই কম ছিল। ফলে তাকে দর্শকেরা সেরকম ভাবে মনে রাখতে পারল না। আর মুভি টি এ টু জেড হলিউড থেকে কপি করা হয়েছিল। ফলে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

৬. ব্যাংক চোর: এই মুভিটি রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের সেরকম ভাবে টানতে পারেনি। রিয়া এই মুভিতে রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) ও বিবেক ওবেরয়(Vivek Oberoi) নামক বিখ্যাত অভিনেতাদের বিপরীতে অভিনয় করেন। কিন্তু তার অভিনয় সেরকম মনে রাখার মত কিছু ছিল না।দেখুন ব্যাংক চোর (Bank Chor) সিনেমাটির ট্রেইলার।

৭. জলেবি: ২০১৮ সালে ‘জলেবি'(Jalebi) সিনেমাতে নায়িকার চরিত্রে পাঠ করেছিলেন রিয়া। বাংলা ছবি প্রাক্তন (Praktan) এর রিমেক ছিল ছবিটি। আর ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন মহেশ ভাট (Mahesh Bhatt)। ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ হয়। তবে এই মুভির গানগুলি খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। দেখুন ‘জলেবি’ সিনেমাটির ট্রেইলার।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।