বিনোদনসর্বশেষ

সুশান্তর শেষকৃত্যে রিয়া চক্রবর্তীকে নিষিদ্ধ করা হলো

কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুতের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। আর এর পরপরই সবার নজর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে চলে যায়। সবাই তার বিরুদ্ধে নানা রকম কথা বলতে থাকেন। বিভিন্ন খবর অনুসারে, রিয়া চক্রবর্তী কে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাইহোক উকিল সতীশ মহেশিন্ডে যিনি অভিনেত্রীকে রিপ্রেজেন্ট করছেন তিনি বললেন যে অভিনেত্রীকে সুশান্তের শেষকৃত্যে যেতে মানা করা হয়েছে।
তার মতে, “রিয়া সবসময় মুম্বাইতেই থাকে। শে জুনের ১৪ তারিখ থেকে মুম্বাইতেই রয়েছে। তাকে সুশান্তের অন্তোষ্টিক্রিয়া যেতে নিষেধ করা হয়েছে।”

ইতিমধ্যে রিয়া চক্রবর্তী মুম্বাই পুলিশের কাছে তার বয়ান নথিভুক্ত করেছে। একথাও জানালেন তার উকিল। তিনি উল্লেখ করলেন, ” জুনের ১৮ তারিখে বান্দ্রা পুলিশ স্টেশনে তাকে ডাকা হয়েছিল। তার জবানবন্দি সেখানে রেকর্ড করা হয়। এর আগে জুলাই মাসের ১৭ তারিখে সান্তাক্রুজ পুলিশ স্টেশনে তাকে ডাকা হয়েছিল। সেখানেও তিনি হাজিরা দেন এবং তিনি যা জানেন সেগুলো পেশ করেন পুলিশের কাছে।”

পাটনাতে এফআইআর দায়ের করার পর বিহার পুলিশ মুম্বাইতে তদন্ত করার জন্য পৌঁছে যান। ইতিমধ্যে রিয়া সুপ্রিম কোর্টে আবেদন জানান তার বিরুদ্ধে করা এফআইআর কে পাটনা থেকে মুম্বাইতে ট্রান্সফার করার জন্য।

তিনি সুপ্রিম কোর্টে গিয়ে জানান যে এই কেসের এফআইআর টি যে স্থলে ঘটনাটি ঘটেছে তার থেকে বাইরে করা হয়েছে। ফলে তিনি কেসটিকে পাটনা থেকে মুম্বাই পুলিশের কাছে ট্রান্সফার করার আবেদন জানান। তাই এই গেসটিকে মুম্বাই পুলিশের কাছে ট্রানস্ফার করে দেওয়া হয়। এই মুহূর্তে বিহার পুলিশের কাছে এই মামলাটি আইনগতভাবে তদন্ত করার অনুমতি নেই।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।