বিদেশসর্বশেষস্বাস্থ্য

তাড়াহুড়ো‌য় আসছে রাশিয়ার করোনা ভ্যাকসিন, উদ্বিগ্ন বিশেষজ্ঞ‌মহল

আগামী সপ্তাহেই রাশিয়া আনতে চলেছে বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক (Russia will introduce the 1st corona vaccine)। ১২ আগস্ট টিকার আত্মপ্রকাশ নিয়ে বিশেষজ্ঞ মহল উদ্বিগ্ন। করোনার এই প্রতিষেধকটি তৈরি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক এবং স্থানীয় গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট।

বর্তমানে তৃতীয় পর্যায়ের পরীক্ষা প্রক্রিয়ায় রয়েছে এই টিকা। প্রথমে চিকিৎসক ও বয়স্কদের মধ্যে দেওয়া হবে এই প্রতিষেধক। এমনটাই জানানো হয়েছে উৎপাদনকারীদের পক্ষ থেকে। এই প্রতিষেধকের রেজিস্ট্রেশন পর্ব মিটে গেলে প্রায় ১৬০০ জন মানুষের ওপর পরীক্ষা করা হবে এই প্রতিষেধক।

রাশিয়ার তৈরি প্রতিষেধকের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত গোটা বিশ্বের বিশেষজ্ঞরা। এপ্রিল মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)-এর নির্দেশেই কম সময়ে করোনার ওষুধের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়। ১৭ জুন টিকার প্রথম ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়। রুশ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাদের ওপর ওষুধ প্রয়োগ করা হয়েছিল সেসব স্বেচ্ছাসেবকরা ভালো আছেন। তাদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাই সেপ্টেম্বরেই এই টিকা উৎপাদন শুরু করবে তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তরফে রাশিয়ার প্রতিরক্ষা‌মন্ত্রককে বলা হয়েছে, প্রতিষেধকের গণউৎপাদনের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকর টিকা তৈরির গাইডলাইন রয়েছে তা যেন মেনে চলা হয়। বিশেষজ্ঞ মহলের অনেকেরই প্রতিক্রিয়া তাড়াহুড়োতে প্রতিষেধক উৎপাদন এবং অল্প সংখ্যক স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা চালিয়ে উৎপাদনের ভাবনা বিপজ্জনক হতে পারে। এখন এই প্রতিষেধক বাজারে আসার পর কি রকম প্রভাব ফেলে সে দিকে তাকিয়ে গোটা বিশ্ব।