বিদেশসর্বশেষ

পার্শ্ব-প্রতিক্রিয়াবিহীন করোনা প্রতিষেধক আনছে রাশিয়া

করোনা ভ্যাকসিন “স্পুটনিক ভি”-এর পর দ্বিতীয় করোনা ভ্যাকসিন “এপিভ‍্যাককরোনা” আনতে চলেছে রাশিয়া। বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে আসায় রাশিয়া নজির গড়েছে। এবারে পার্শ্ব-প্রতিক্রিয়াহীন প্রতিষেধক এনে সারা বিশ্বকে চমকে দিতে চলেছে রাশিয়া।

রাশিয়ার প্রথম করোনার ভ্যাকসিন “স্পুটনিক ভি” বিশ্বে প্রথম করোনা প্রতিষেধক হিসেবে অবগত হয় বিশ্ববাসীর কাছে। “স্পুটনিক ভি” প্রয়োগে প্রথমে মানব শরীরে হালকা জ্বরের মত কিছু পার্শপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। প‍্যারাসিটামল খেলেই সেটা সেরে‌ও যাচ্ছিল। কিন্তু বিশ্ববাসীকে আশ্বাস দিয়ে রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিন এপিভ‍্যাককরোনা পার্শ্ব-প্রতিক্রিয়াহীন হবে বলেই জানাচ্ছে ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সাইবেরিয়ার ওয়ার্ল্ড ক্লাস ভাইরোলজি ইনস্টিটিউট।

সম্ভবত সেপ্টেম্বরেই চূড়ান্ত পর্যায়ে‌র পরীক্ষা শেষ হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এপিভ‍্যাককরোনা ৫৭ জন স্বেচ্ছাসেবী উপরে প্রয়োগ করা হয়েছে। তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেই উৎপাদক সংস্থা জানিয়েছে।

এই ভ্যাকসিন দুটি ডোজে প্রয়োগ করা হবে। প্রথম ডোজ দেওয়ার ১৪ থেকে ২১ দিনের মধ্যেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে উৎপাদক সংস্থা। রাশিয়ার সরকার আশার বাণী শোনাচ্ছে অক্টোবরের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার সম্পন্ন হলে নভেম্বর থেকেই বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে এপিভ‍্যাককরোনা।

রাশিয়ার পাশাপাশি ভারত, চীন, আমেরিকা, ব্রিটেন ভ্যাকসিন তৈরীর দৌড়ে সামিল রয়েছে। ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি এন্ড বায়োটেকনোলজি ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে চলেছে ১৩ রকম করোনা ভাইরাস নিয়ে। কবে সঠিক করোনা প্রতিষেধক বাজারে আসে তার ওপরই নির্ভর করে রয়েছে গোটা বিশ্ব।