খবরবিনোদনভাইরালরাজনীতিসর্বশেষ

ভোটের প্রচারে বেরিয়ে, শাড়ি পড়ে দৌড় দিয়ে সায়নী ঘোষ তীব্র কটাক্ষের মুখে

অভিনয় জগতে অভিনয় করা এবং রাজনীতিতে প্রচারে বেরোনো একেবারেই অন্যরকম দুটি বিষয়। সম্প্রতি সিপিএম ছেড়ে দিয়ে তৃণমূলের প্রবেশ করলেন সায়নী ঘোষ।তিনি যখন কনডম বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তখন মাননীয়া মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই জায়গা থেকে তার রাজনীতিতে প্রবেশ কিনা, তা এখনো বোঝা যায়নি তবে সায়নী ঘোষের এইভাবে রাজনীতিতে প্রবেশ করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অন্যতম অভিনেত্রী এবং কট্টর বামপন্থী শ্রীলেখা মিত্র। (West Bengal Assembly Election 2021 : TMC candidate Saayoni Ghosh runs with holding her saree and it goes viral)

সম্প্রতি আসানসোল দক্ষিণের প্রার্থী সায়নী ঘোষ প্রচারে বেরিয়ে শাড়ির কুচি ধরে রীতিমতো দৌড় দিয়েছেন। এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হবার পর রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। নেটিজেনদের অনেকেরই বক্তব্য ছিল যে কেন শাড়ি পড়ে তাকে দৌড় দিতে হচ্ছে রাস্তার মধ্যে।

https://www.facebook.com/watch/?v=1479164485750689

আসল ঘটনাটি হল, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে,দূরে বেশকিছু জন হলুদ গাঁদা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের দিকে দৌড় লাগিয়ে ঢুকে গেলেন মালার মধ্যে।

আবার দেখা যাচ্ছে যে কিছু মানুষ দাঁড়িয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সায়নী ঘোষ কে। সম্পূর্ণ ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলছে গালি বয় সিনেমার বিখ্যাত গান, আপনা টাইম আয়েগা, তু নাঙ্গা হি ত আয়া হে, ঘন্ট লে জায়গা।

এই ভিডিওটি ভাইরাল হবার পর কেন সায়নী শাড়ির কুচি ধরে দৌড়চ্ছেন অথবা সায়নীর এই কুচি ধরে দৌড়লে কতখানি তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে শুরু হয়ে যায় কটাক্ষ। তবে নেটিজেনদের উপহাসের জবাব দিতে শুনতে পাওয়া গেল সায়নী ঘোষ কে। তিনি নেটিজেনদের উদ্দেশ্যে বললেন যে, আমার পা, আমার ইচ্ছা আমি যা খুশি করব।

প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল থেকে প্রার্থী হবার পর রীতিমতো বসতবাড়ি ছেড়ে দিয়ে আসানসোলেই রয়েছেন অন্যতম অভিনেত্রী সায়নী ঘোষ। সেখানে এক প্রকার জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি। তাঁর এই কঠোর পরিশ্রম কতখানি সফল হবে তা একমাত্র ভোটের ফলাফল বলতে পারবে।

saayoni ghosh runs with holding her saree and it goes viral
ভোটের প্রচারে বেরিয়ে, শাড়ি পড়ে দৌড় দিয়ে সায়নী ঘোষ তীব্র কটাক্ষের মুখে